লাহোরে জইশের সদর দফতর সিলগালা : আটক ১২০ জঙ্গি

masud

পিবিএ ডেস্ক : নিষিদ্ধ ‘সন্ত্রাসবাদী’র তালিকা থেকে নিজের নামটি মুছে ফেলতে জাতিসংঘে আবেদন করেছিলেন জামাত-উদ-দাওয়া প্রধান হাফিজ সাঈদ। সে আবেদন ধোপে টেকেনি। হাফিজ সাঈদের আর্জি খারিজ হয়ে গিয়েছে।

এর মধ্যে পাকিস্তানেও হাফিজের দুই সংগঠনের উপর সরকারিভাবে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার তারই অংশ হিসেবে জামাত-উদ-দাওয়া ও অন্য অরেকটি জঙ্গি সংগঠনের লাহোরে অবস্থিত সদর দফতর সিল করে দিয়েছে পাকিস্তান পুলিশ।

সেই সঙ্গে নিষিদ্ধ সংগঠনের সদস্য সন্দেহে আটক করা হয়েছে ১২০ জনকে। এর আগে অভিযানের আর এক দফায় জইশ-ই-মোহাম্মদের প্রধান মাসুদ আজহারের ভাই মুফতি আব্দুল রউফ-সহ ৪৪ জনকে আটক করা হয়। ধৃতরা জইশের সদস্য। যদিও পাকিস্তানি সেনার দাবি, তাদের দেশে জইশের কোনও উপস্থিতি নেই।

এমনকী মাসুদ আজহার যে পাকিস্তানে রয়েছে, তা-ও অস্বীকার করা হয়। তার আগে যদিও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী দাবি করেন, মাসুদ আজহার পাকিস্তানেই রয়েছেন। তবে, দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ। তার দুটো কিডনিই বিকল। নিয়মিত ডায়ালিসিস করতে হয়।

পিবিএ/জিজি

আরও পড়ুন...