লিচুর ফলন ভাল হলেও কৃষকরা তাদের আশা অনুযায়ী লিচুর দাম পাচ্ছে না। রমজান মাস থাকায় তাই লিচুর দাম কম। তাই ভালো দাম পাওয়ার আশায় কৃষকরা গাছের লিচু গাছেই রেখে দিয়েছে। তাইতো ডালে ডালে থোকায় থোকায় ঝুলছে পাকা লিচু। ছবিটি ঈশ্বরদী উপজেলার জয়নগর থেকে তোলা। শনিবার, ২৫ মে। ছবি : পিবিএ / তুহিন হোসেন