
মোঃ রিফাতুন্নবী রিফাত,গাইবান্ধাঃ লিটল ম্যাগাজিন আন্দোলনের অন্যতম পুরোধা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, কবি সরোজ দেব নাগরিক স্মরণ সভা তোমার আলোয় উজ্জ্বল হয়েছে রোদ্দুর বাংলাদেশ প্রগতি লেখক সংঘ, গাইবান্ধা জেলা শাখা এই নাগরিক স্মরণ অনুষ্ঠানের আয়োজন করে।
সোমবার (১০ মার্চ) বেলা ১১টার দিকে গাইবান্ধা পাবলিক লাইব্রেরি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। শুরুতেই সরোজ দেবের বিদেহী আত্মার মঙ্গল কামনায় কিছুক্ষণ দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।
বাংলাদেশ প্রগতি লেখক সংঘ, জেলা শাখার সভাপতি কবি দেবাশীষ দাশ দেবুর সভাপতিত্বে স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক কবি রজতকান্তি বর্মন। সাংস্কৃতিক ব্যক্তিত্ব শিরিন আক্তারের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন শিক্ষাবিদ-সাহিত্যিক অধ্যাপক মাজহারউল মান্নান, কবি অধ্যাপক ইবনে সিরাজ, নাট্য ব্যক্তিত্ব ফারুক শিয়ার চিনু, সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রমতোষ সাহা, ক্রীড়া ব্যক্তিত্ব-পরিবেশ আন্দোলন নেতা ওয়াজিউর রহমান রাফেল, বীর মুক্তিযোদ্ধা মাহমুদুল হক শাহজাদা, গাইবান্ধা প্রেসক্লাবের সভাপতি সাহিত্যিক অমিতাভ দাশ হিমুন, অধ্যাপক সমীর সরকার, গাইবান্ধা নাগরিক মঞ্চের আহ্বায়ক অ্যাড. সিরাজুল ইসলাম বাবু, রাজনীতিক সুভাষ শাহ রায়, অধ্যাপক ফেরদৌসী জাহান সিদ্দিকা, রাজনীতিক মোস্তাফিজুর রহমান মুকুল, নাট্যজন আলমগীর কবির বাদল, সাখাওয়াত হোসেন বিপ্লব ও শাহ আলম বাবলু, সাংবাদিক-ছড়াকার উত্তম সরকার, কবি খন্দকার নিপন ও পিটু রশিদ, নারী নেত্রী সাংবাদিক রিক্তু প্রসাদ, রাজনীতিক রেবতী বর্মণ, কবি মমতাজ বেগম রেখা ও নাসরিন সুলতানা রেখা, শিক্ষক তৌহিদুল ইসলাম খসরু, সাংবাদিক কায়সার রহমান রোমেল, সংস্কৃতিকর্মী শফিকুল ইসলাম রুবেল, কবি সোহেল রানা, সাংবাদিক শাহজাহান সিরাজ, মানবাধিকার নাট্য পরিষদের জেলা সাধারণ সম্পাদক অঞ্জলী রাণী দেবী এবং প্রয়াত সরোজ দেবের পরিবারের পক্ষে ছেলে শুভময় দেব জয়।
অনুষ্ঠানের শুরুতেই প্রয়াত কবির প্রতি শ্রদ্ধা জানিয়ে সংগীত পরিবেশন করেন রণজিৎ সরকার। অনুষ্ঠানস্থলে কবির প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এর আগে অনুষ্ঠানে সাংবাদিক রিকতু প্রসাদের পরিচালনায় কবি সরোজ দেবের ওপর প্রামাণ্যচিত্র প্রদর্শিত হয়।
বক্তারা স্মরণ অনুষ্ঠানে কবি সরোজ দেবের নামে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনের নামকরণ, সরোজ মেলা ও সরোজ দেব সমগ্র প্রকাশনার প্রস্তাব করেন।