পিবিএ ডেস্ক: দুবাইয়ে বহুতল ভবনের লিফটের ভিতরে ভারতীয় বংশোদ্ভূত এক কিশোরীকে যৌ’ন নি’পীড়নের অভিযোগ উঠেছে পাকিস্তানি এক যুবকের বিরুদ্ধে। গত ১৬ জুন দুবাইয়ের ওই বহুতল ভবনে পণ্য পৌঁছে দিতে যান অভিযুক্ত যুবক। লিফ্টের ভিতরে ভারতীয় বংশোদ্ভূত ১২ বছর বয়সী ওই কিশোরীর শরীর তিনি স্পর্শ করেন। যদিও সব অভিযোগ অস্বীকার করেছেন পেশায় ডেলিভারি ম্যান ওই যুবক।
ওই বহুতল ভবনের বাসিন্দা ৩৪ বছর বয়সী এক নারী জানান, তার কাছে পড়তে আসত ওই কিশোরী। ১৬ জুন পড়তে আসার পর শিক্ষিকার নির্দেশে জরুরি বইখাতা আনতে আবারো নিজের ফ্ল্যাটে যাওয়ার জন্য সে বের হয়েছিল। কিন্তু কিছু ক্ষণ পর ফ্যাকাসে মুখে ফিরে আসে কিশোরী। তারপর সে কাঁদতে শুরু করে। জানতে চাইলে সে শিক্ষিকাকে জানায়, লিফটে এক ব্যক্তি তার কাছে ঠিকানা জানতে চায়। তার পরই তাকে জাপ্টে ধরে সারা শরীর স্পর্শ করতে থাকে। মেয়েটির বাড়িতে ফোন করে বিষয়টি তার মাকে জানান ওই শিক্ষিকা। পাশাপাশি, নিরাপত্তারক্ষীদের কাছে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার অনুরোধ করেন।
পিবিএ/বিএইচ