মারুফ সরকার, পিবিএ : বর্তমান সময়ের জনপ্রিয়, ব্যস্ত অভিনেতা তৌসিফ মাহবুব। যিনি অল্প সময়ের মধ্যেই মানুষের মন জয় করে নিয়েছেন তার সুনিপুণ অভিনয় দিয়ে। কথা হলো তার সাথে। নিম্নে তারই ধারাবাহিক উপস্থাপন-
পিবিএ : আপনার অভিনয় জীবনের শুরুটা কখন ও কিভাবে ?
তৌসিফ মাহবুব : ওটা অনেক লম্বা স্টোরি। শুরু বলতে গেলে ২০১৩ সালে শুরুতেই। “অল টাইম দৌড়ের উপড়” নামে একটা টেলিফিল্ম ছিল এয়ারটেল এর সৌজন্যে। ওটা দিয়েই আসলে অভিনয়ের শুরু।
পিবিএ : আপনার বর্তমান ব্যস্ততা শুনব-
তৌসিফ মাহবুব : এখন ব্যাস্ত আছি সিঙ্গেল নাটক নিয়ে।,অনএয়ারও হয়ে গেছে।,এখন কাজ করছি অফটাইমের যে কাজগুলো থাকে সেগুলোই।
পিবিএ : অভিনয় নিয়ে আপনার চুড়ান্ত ভাবনা কি?
তৌসিফ মাহবুব : চুড়ান্ত ভাবনা, কঠিন একটা প্রশ্ন করে ফেললেন। কোন চুড়ান্ত ভাবনা নেই।,যে ভাবনাটা আছে সেটা হলো, আমাদের একটা লিমিট সেট করা থাকে। ‘আমার ওখানে পৌছাতে হবে’-এই আরকি। আমি এখনো কোন লিমিট সেট করিনি। লিমিটের পরেও যদি কিছু থাকে সে পর্যন্ত যেতে চাই।
পিবিএ : আপনি তো একজন অভিনেতা।,যদি আপনাকে প্রশ্ন করা হয় আপনার প্রিয় অভিনেতা কে?
তৌসিফ মাহবুব : মোশারফ করিম,,শতাব্দী ওয়াদুদ, রাইসুল ইসলাম আসাদ।
পিবিএ : আপনার অভিনয় জীবন বা ব্যাক্তিগত জীবনে কোন কষ্ট আছে কি.?
তৌসিফ মাহবুব :কষ্ট কার নাই.? সবার জীবনেই কষ্ট আছে। আমার মনে হয় এমন কোন মানুষ নাই,যার জীবনে কষ্ট নাই।
পিবিএ : আপনার প্রিয় রং এবং প্রিয় খাবার কি.?
তৌসিফ মাহবুব : আমার প্রিয় রং নীল,সেটা আমার নাটকগুলো দেখলেই বুজতে পারবেন,আর প্রিয় খাবার সিজনাল খাবার।,যেমন শীতে হাঁসের মাংশ খেতে ভালো লাগে।
পিবিএ : আপনার দেশের বাড়ী কোথায়.?
তৌসিফ মাহবুব : আমার দেশের বাড়ী ভোলা, বরিশাল।
পিবিএ : সর্বশেষ দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন..
তৌসিফ মাহবুব : ধন্যবাদ, আপনাদের ভালবাসায় এতদুর আসতে পেরেছি। আশাকরি ফেলে দিবেন না, প্রথমেই বলেছি চুড়ান্ত কোন ভাবনা নেই,লিমিট শেষ করতে চাই,দোয়া করবেন,পাশে থাকবেন এবং ভালো থাকবেন!
পিবিএ/এমএস/জিজি