লুন্ঠিত ৫৪৯ অস্ত্র, ৩৭৯৫ রাউন্ড গুলি মোহাম্মাদপুর থানায় হস্তান্তর

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে সৃষ্ট পরিস্থিতিতে বিভিন্ন থানা থেকে লুট হওয়া অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের পর সেগুলো মোহাম্মদপুর থানায় জমা দিয়েছে সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেড।মোহাম্মদপুর থানা সুত্রে এ তথ্য জানা গেছে।

অন্তবর্তীকালীন সরকার গঠনের পর পুলিশের সদস্যগণ স্ব স্ব কর্মস্থলে যোগদান করেছে। এতে বাংলাদেশ সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেডের নিকট রক্ষিত ৫৪৯টি বিভিন্ন প্রকার অস্ত্র, ৩৭৯৫ রাউন্ড এমুনেশন এবং অন্যান্য দ্রব্যাদি নিকটস্থ মোহাম্মদপুর থানা জমা দেয়া হয়।

প্রসঙ্গত, গত ০৫ আগস্ট ২০২৪ তারিখে উদ্ভুত পরিস্থিতিতে বাংলাদেশ পুলিশের সদস্যগণ অস্ত্র এবং গোলাবারুদ রেখে কর্তব্যস্থল ত্যাগ করায় নিরাপত্তার স্বার্থে বাংলাদেশ সেনাবাহিনী উল্লেখিত তারিখ হতে থানা সমূহের অস্ত্র এবং গোলাবারুদ নিজস্ব হেফাজতে নেয়। পাশাপাশি ছাত্র ও জনতা অরক্ষিত অস্ত্র ও গোলাবারুদ নিকটস্থ সেনা ক্যাম্পে জমা দেয়।

আরও পড়ুন...