লেখা আহবান

পিবিএ ডেস্ক: ফটো বাংলা এজেন্সি- পিবিএ বার্তা সংস্থা হিসাবে পাঠকের কাছে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। পিবিএ’র এক ঝাক তরুণ ও প্রতিশ্রুতিশীল সংবাদকর্মীর একনিষ্ঠ কর্মতৎপরতার কারণে মুহুর্তেই খবরের সাথে ছবি পাঠকের কাছে পৌছে। একইভাবে পিবিএ সাহিত্য মানেই মননশীল ও সৃজণশীল লেখার সমাহার। ছড়া, কবিতা, অনুকাব্য, অনুগল্প, ছোটগল্প, গল্প, উপন্যাস, ভ্রমণ কাহিনী, সাক্ষাৎকার ও জীবনিসহ সাহিত্যের প্রতিটি বিষয় প্রকাশ করা হবে।

আমরা সৃষ্টিশীলতায় বিশ্বাসী। কবি গুরু রবীন্দ্রনাথ ঠাকুর ‘শেষের কবিতা’ গ্রন্থে বলেছেন, একজন লেখকের ভিতর থেকে তার ২৫ বছর বয়সের মধ্যেই সৃষ্টিশীল লেখা আসে। আমরা প্রতিষ্ঠিত লেখকদের পাশাপাশি তরুণদের লেখা গুরুত্ব সহকারে প্রকাশ করতে চাই।
পিবিএ সাহিত্য বিভাগের জন্য লেখা আহ্বান করছি।

ইমেইল: pba.sahitto@gmail.com

আরও পড়ুন...