পিবিএ ডেস্ক: মন্দিরে পানি ঢালতে গিয়ে পদপিষ্ট হয়ে ৮ জনের মৃত্যু হয়েছে। এ সময় ভিড়ের চাপে ভেঙে পড়েছে মন্দিরের পাশের দেওয়াল। আর তার ফলে পদপিষ্ট হয়ে গুরুতর আহত হয়েছেন আরো ২৭ জন। ঘটনাটি ঘটেছে ভারতের কচুয়ার লোকনাথ মন্দিরে।
জন্মাষ্টমীতে লোকনাথধাম মন্দিরে কচুয়ায় পানি ঢালতে যান বহু ভক্ত। বৃহস্পতিবার রাত থেকেই লাইন লম্বা হতে থাকে। বৃষ্টিতে মাটি ভেজা থাকায় এবং ভিড়ের চাপে ভোর রাতে আচমকাই ভেঙে পড়ে মন্দিরের পাশের একটি দেওয়াল।
দেওয়ালটি ভেঙে পড়ে পাশের কয়েকটি দোকানের উপর। দেওয়ালে চাপা পড়ে যান বহু ভক্ত। আহতদের বসিরহাট হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাদের মধ্যে ৯ জনের অবস্থা আশংকাজনক থাকায় তাদের কলকাতার ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
ভক্তদের অভিযোগ, প্রতিবার ভিড় সামলাতে লকগেটের ব্যবস্থা থাকলেও এ বার তা ছিল না। ফলে বহু মানুষের সমাগমে পরিস্থিতি হাতের বাইরে চলে যায়।
এদিকে কচুয়ায় পদপিষ্ট হয়ার ঘটনায় মৃতদের পরিবারপিছু ৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
এ দিন তিনি ন্যাশনাল মেডিক্যাল কলেজ ও এসএসকেএম হাসাপাতালে আহতদের দেখতে যান। সরকার গোটা পরিস্থিতির দিকে নজর রাখছে বলে জানান তিনি।
পিবিএ/এমএসএম