পিবিএ ডেস্ক: ভারতের উত্তরপ্রদেশের রাজনীতির অন্যতম মুখ তথা বহুজন সমাজ পার্টির নেত্রী মায়াবতী আসন্ন সপ্তদশ লোকসভা নির্বাচনে দাঁড়াবেন না।
বুধবার মায়াবতী নিজেই এই ঘোষণা করেন৷ বসপা নেত্রীর এই সিদ্ধান্তের কথা দলীয় কর্মীদের জানিয়ে দেওয়া হয়েছে৷
গত কয়েকদিন ধরেই মায়াবতীর ভোটে দাঁড়ানো নিয়ে জল্পনা চলছিল৷ বসপা সুপ্রিমো নিজেই সেই জল্পনার অবসান করলেন৷
তবে কেন তিনি ভোটে লড়বেন না তার বিভিন্ন ব্যাখ্যা মিলছে৷ যেমন রাজনৈতিক মহলের একাংশের মতে, সমাজবাদীর পার্টির প্রধান মুখ হলেন মায়াবতী৷ সেক্ষেত্রে তিনি যদি নিজের প্রচারে ব্যস্ত হয়ে পড়েন তাহলে অন্যান্য আসনগুলিতে বসপা প্রার্থীদের জন্য প্রচারে বেশি সময় দিতে পারবেন না৷ ফলে নিজের কেন্দ্রেই তাঁকে আবদ্ধ থাকতে হবে৷
অপরদিকে নির্বাচনে না দাঁড়ালে তিনি পুরো সময়টাই প্রচারের কাজে লাগাতে পারবেন৷ সেক্ষেত্রে বিএসপি প্রার্থীরা প্রচারে অ্যাডভান্টেজ পাবেন৷ তাই সর্বভারতীয় সংবাদমাধ্যম খবর, ভোটে না দাঁড়ালেও মায়াবতীকে পুরোদমে নির্বাচনী প্রচারে ঝাঁপাতে দেখা যাবে৷ উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টি ও বহুজন সমাজ পার্টি এবার জোট বেঁধে লড়ছে৷ দুটি দলই সমসংখ্যক আসনে প্রার্থী দেবে৷ মায়াবতী যেমন দলের হয়ে প্রচার করবেন তেমন মুলায়ম সিংয়ের হয়ে প্রচার করবেন৷ এই মুলায়ম সিং যাদবের সঙ্গে একসময় আদায় কাঁচকলায় সম্পর্ক ছিল বহেনজীর৷ মুলায়ম এবার মেইনপুরি কেন্দ্র থেকে দাঁড়াতে পারেন৷ সেখানে প্রচারে যাবেন মায়াবতী৷ সেই দৃশ্য হবে দেখার মতো৷ রাজনৈতিক দুই শত্রু ২৫ বছর পর একই মঞ্চে৷
২০০৯ সালে বসপা লোকসভা নির্বাচনে সবথেকে বেশি আসন পেয়েছিল৷ ৮০টির মধ্যে মায়াবতীর দখলে যায় ২১টি আসন৷ মায়াবতী ২০০৪ সালে আম্বেদকরনগর কেন্দ্র থেকে জিতে সংসদে যান৷ কিন্তু ২০০৫ সালে তিনি ইস্তফা দেন৷ পরে অবশ্য মায়াবতী রাজ্যসভার সাংসদ হন৷
পিবিএ/এএইচ