আল-মামুন,খাগড়াছড়ি প্রতিনিধি: শকুনের দল পার্বত্য চট্টগ্রাম নিয়ে ছিনিমিনি খেলছে উল্লেখ করে খাগড়াছড়িতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (এমএন লারমা সমর্থিত)র নেতারা বলেছেন, পার্বত্য চট্টগ্রাম চুক্তির পুর্ণাঙ্গ বাস্তবায়ন না হলে আবারো সেই ১৯৮০ সালে ফেরত যাবে বলে হুশিয়ারি জানান বক্তারা।
রোববার (১ ডিসেম্বর) বিকেলে খাগড়াছড়ি মহাজনপাড়া সূর্যশিখা ক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শহরের শাপলা চত্বর হয়ে আদালত সড়ক হয়ে খাগড়াছড়ি প্রেসক্লাবের সামনে প্রতিবাদী সমাবেশে বক্তারা এসব কথা বলেন।
পার্বত্য চট্টগ্রাম যুব সমিতির কেন্দ্রীয় সভাপতি জ্ঞান প্রিয় চাকমার সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন,পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির খাগড়াছড়ি জেলা কমিটির সভাপতি শোভা কুমার চাকমা এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন।
তিনি বলেন,পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৭ বছর অতিক্রান্ত হলেও পার্বত্য চট্টগ্রাম নিয়ে স্বার্থনীশি মহল চক্রান্তের নীল নকশা বাস্তবায়নে মরিয়া হয়ে উঠেছে বলে অভিযোগ করেন। এছাড়া পার্বত্য চট্টগ্রাম চুক্তির এক তৃতীয়াংশ এখনো বাস্তবায়ন হয়নি বরং মৌলিক বিষয়গুলো নিয়ে ষড়যন্ত্র করে পাহাড়ে সংঘাতকে উস্কে দেয়ার অভিযোগ তোলা হয় এতে।
একই সাথে প্রসীত খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফকে চুক্তির বিরোধীতা না করে শান্তির পথে চলার আহ্বান জানিয়ে সাধরে গ্রহণ করা হবে বলে জানান।
এতে আরো খাগড়াছড়ি সদর থানা কমিটির সাংগঠনিক সম্পাদক রাজ্যময় চাকমা,
পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি সুনেন্টু চাকমা,হিল উইমেন্স ফেডারেশনের কেন্দ্রীয় সভানেত্রী মায়া চৌধুরী,পার্বত্য চট্টগ্রাম যুব সমিতির দীঘিনালা থানা কমিটির সাংগঠনিক সম্পাদক রয়েল চাকমা বক্তব্য রাখেন।