শততম গোলের দেখা পেলেন করলেন ডিবালা

পিবিএ ডেস্ক: ইউরোপিয়ান ফুটবলে নিজের ক্যারিয়ারের শততম গোলের দেখা পেলেন জুভেন্টাসের আর্জেন্টাইন তারকা ফরওয়ার্ড পাওলো ডিবালা।

১৯৯৩ সালে আর্জেন্টিনার করডোবায় জন্মগ্রহণ করেন ডিবালা। ২০১১ সালে স্বদেশী ক্লাব ইন্সটিটিউটো ডি করডোবার হয়র নিজের প্রফেশনাল ক্যারিয়ার শুরু করেন এই রাইট উইং ফরওয়ার্ড।

এরপর ২০১২ সালে ইতালিয়ান ক্লাব পালেরমোয় যোগ দেন ‘লা জোয়া’। ৪ জুন ২০১৫ জুভেন্টাসে যোগ দেন ডিবালা।

পালেরমোয় যোগ দেয়ার পর থেকে এখন পর্যন্ত ইউরোপিয়ান ফুটবলে মোট একশত গোল করেছেন ডিবালা।

ডিবালার গোল গুলো এসেছে:

পালেরমো ২১ টি,
জুভেন্টাস ৭৯ টি।

১০০ টি গোলের মধ্যে সর্বাধিক ৯২ টি গোল তিনি করেছেন বাম পা দিয়ে এবং বাকি ৮ টি করেছেন ডান পা দিয়ে।

পিবিএ/ইকে

আরও পড়ুন...