শতবর্ষী সেই বৃদ্ধা নছিমনের আমৃত্যু দায়িত্ব নিলেন জাপা মহাসচিব রাঙা

আল আমীন সুমন ,পিবিএ, রংপুর: বার্তা সংস্থা পিবিএ’তে ‘দুই ছেলে থাকার পরও সিটিকর্পোরেশনের টয়লেটে বসবাস শতবর্ষী নছিমন বেওয়া’ শিরোনামে সংবাদ প্রকাশের পর বৃদ্ধা নছিমনের ভরণ পোষণের দায়িত্ব নিয়েছে সাবেক প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা।

সোমবার (২৪ জুন) সন্ধ্যায় মসিউর রহমান এমপি তার ব্যক্তিগত সহকারি জাকির হোসেনের মাধ্যমে বৃদ্ধা নছিমনের খোঁজ খবর নেন। জাতীয় সংসদের বিরোধী দলীয় চীফ হুইপ ও জাপা পার্টির মহাসচিব মসিউর রহমান রাঙ্গা পিবিএ কে বিষয়টি নিশ্চিত করেছেন।

জাপা মহাসচিব পিবিএ কে জানান, ‘ছেলে থাকার পরেও বৃদ্ধা মায়ের টয়লেটে বসবাসের সংবাদটি আমাকে ব্যথিত করেছেন। আমি অত্যান্ত মর্মাহত। সন্তান থাকার পরও মায়ের এমন মানবেতর জীবাপন দেখাটা সত্যি কষ্টদায়ক।’
তিনি জানান, “ফেসবুকে ‘’আমরাই পাশে” রংপুর’ গ্রুপ আমাকে ওই বৃদ্ধা নছিমনের ব্যাপারে অবগত করলে আমার ব্যক্তিগত সহকারিকে দিয়ে তার খোঁজ নিয়েছি। তার পরিবার ও স্থানীয়দের সঙ্গে কথা বলে সেখানে তার বসবাসের জন্য একটি ঘর নির্মাণ করে থাকার ব্যবস্থাসহ সব ধরনের খরচের দায়িত্ব নেওয়ার কথা জানিয়েছি।” এবং আমৃত্যু সেবা দেওয়া হবে তাকে।

এব্যাপারে রাঙ্গার ব্যক্তিগত সহকারি শাহীন হোসেন জাকির পিবিএ কে জানান, স্যারের নির্দেশে আমি বৃদ্ধা যেখানে থাকেন সে জায়গাটি পরিদর্শন করেছি। তার বড় ছেলের ঘরের পাশে নতুন একটি ঘর নির্মাণ করে সখানে থাকার ব্যবস্থা করা সহ যা যা প্রয়োজন তা তাকে দেওয়া হবে হবে। স্যার বৃদ্ধা নছিমনের থাকা, খাওয়া, চিকিৎসা সেবার খরচ বহন করবেন।

এ ব্যাপারে ‘আমরাই পাশে রংপুর’ গ্রুপের আকাশ খান পিবিএ কে জানান, ‘আমরা জাতীয় পার্টির মহা সচিবের সঙ্গে যোগাযোগ করে বৃদ্ধা নছিমনের জীবনযুদ্ধের কথা তুলে ধরলে তিনি বৃদ্ধার সারা জীবনের ভরণ পোষণের দায়িত্ব নেয়ার আগ্রহ প্রকাশ করেছেন। সত্যি এটি রংপুর মানুষ বলে সম্ভব, “আমরাই পাশে ” রংপুর গ্রুপ সবসময় বৃদ্ধার খোঁজ খবর নিবে।
পিবিএ/এএস/জেডআই

আরও পড়ুন...