পিবিএ ডেস্ক: ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি বলেছেন, তার দেশের ওপর শত্রুদের অব্যাহত অর্থনৈতিক চাপ সত্ত্বে ইরানি জাতির শক্তিমত্তা এবং মর্যাদা আরো শক্তিশালী এবং বলিষ্ঠ হয়েছে। আজ বুধবার প্রেসিডেন্ট রুহানি মন্ত্রীসভার এক বৈঠকে এ কথা বলেন।
তিনি বলেন, আমেরিকা ইরানের ওপর নিষেধাজ্ঞা আরোপ, তেল বিক্রি, ব্যাংকিং এবং বিমা কার্যক্রমের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র সহ অর্থনৈতিক সন্ত্রাসবাদ চাপিয়ে দিয়েছে। কিন্তু তাদের সকল প্রচেষ্টা ব্যর্থ হয়েছে। রুহানির মন্ত্রীসভা বৈঠকে উপস্থিত সদস্যরা।
ইরানের অর্থনৈতিক পরিস্থিতি এবং স্থিতিশীলতা গত বছরের তুলনায় এখন খুব ভালো অবস্থায় আছে উল্লেখ করে রুহানি বলেন, ইরানের কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, দেশের মুদ্রার মান আগের বছরের তুলনায় ৪০ ভাগ বৃদ্ধি পেয়েছে।প্রেসিডেন্ট রুহানি বলেন, ইরান বিরোধী গোষ্ঠী বিশ্বকে এই বলে মিথ্যাচার করছিল যে তেহরান পারস্য উগসাগরীয় অঞ্চলে উত্তেজনা ছড়াচ্ছে। কিন্তু তেহরানের সফল কূটনৈতিক প্রচেষ্টায় শত্রুদের এ ষড়যন্ত্রও ব্যর্থ হয়ে যায়।
তিনি বলেন, পশ্চিম এশিয়ায় ইরান উত্তেজনা ছড়াচ্ছে বলে যারা অভিযোগ করছে তারাই দারিদ্রপীড়িত অসহায় ইয়েমেনিদের বিরুদ্ধে গত পাঁচ বছর ধরে বর্বরোচিত আগ্রাসন চালিয়ে আসছে। এ বিষয়টিকে কেউ উপেক্ষা করতে পারে না। তিনি আরো বলেন, এ সময়ের মধ্যে ইরান উগ্র সন্ত্রাসীদের বিরুদ্ধে লড়াই চালিয়েছে। এটিও কেউ অস্বীকার করতে পারবে না। ইরান একটি আঞ্চলিক শক্তি এবং একে কেউ একঘরে করতে পারবে না বলেও উল্লেখ করেন প্রেসিডেন্ট রুহানি। সূত্র : পার্সটুডে।
পিবিএ/এমএসএম