শনিবার রংপুরের সাত জেলায় থাকছেনা বিদ্যুৎ

 

পিবিএ,রংপুর: শনিবার (২৩ মার্চ) বিদ্যুৎবিহীন থাকবেন রংপুর বিভাগের মানুষ। বিদ্যুৎবিহীন থাকার বিষয়টি জনসাধারণ অনেকেই জানেন না। যদিও বিদ্যুৎ বিভাগের এক কর্মকর্তার দাবি, ফেসবকুসহ সব মাধ্যমেই বিষয়টি প্রচার করা হয়েছে।

রংপুর বিদ্যুৎ বিভাগের নির্বাহী প্রকৌশলী দেলোয়ার হোসেন জানান ‘দিনাজপুরের বড় পুকুরিয়ায় তাপ বিদ্যুৎ কেন্দ্রে গ্রিডের কাজ করা হবে। এই কারণে রংপুর বিভাগের সাত জেলায় সকাল ৬টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

তিনি বলেন পত্রিকায়, ফেসবুক এবং অনলাইনে বিষয়টি প্রচার করা হয়েছে। প্রধান প্রকৌশলী রংপুর বিভাগ-এর ওয়েব সাইটে ভিজিট করে দেখা গেছে, এ ধরনের কোন নোটিস নেই।

রংপুর মহানগীর জুম্মাপাড়া এলাকার বাসিন্দা সোহেল জানান, ‘বিদ্যুৎ থাকবে না- এটা আমরা জানি না। দিনব্যাপী বিদ্যুৎ না থাকলে তো অনেক সমস্যা হবে। আগে ভাগেই বিষয়টি প্রচার করা প্রয়োজন ছিল।

ধাপ এলাকার জামান বলেন, ‘আমার দোকান তো রাস্তার উপর বিদ্যুৎ থাকবে না এটা কে কখন কোথায় প্রচার হলো। এমন কথা শুনে আমরা হতবাক, বিদ্যুৎ থাকবেনা এটা গণমাধ্যমে প্রচার করা দরকার ছিলো বলে জানান রংপুর অঞ্চলের সাধারণ মানুষেরা।

পিবিএ/এএস/এমএসএম

আরও পড়ুন...