শপথ নিচ্ছেন না বিএনপির ৫ নেতা: ব্যারিস্টার মওদুদ

পিবিএ, ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, নির্বাচিত ৫ নেতা সংসদ সদস্য হিসেবে শপথ নিচ্ছেন না। গণফোরামের ২ নির্বাচিত নেতাও শপথ নেবেন না বলে জানিয়েছেন তিনি। তবে গণফোরাম নেতারা বলছেন, এ বিষয়ে এখনো তাদের দলীয় সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি।

ভোটের পরদিন জোটের নেতারা দফায় দফায় বৈঠক করে ফল বর্জনের ঘোষণা দেন । মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৭ প্রার্থী বিজয়ী হলেও পুননির্বাচন দাবি করেন।

গণফোরামের নীতিনির্ধারকেরা বলছেন, তাদের দুই নেতা শপথ নেবেন কিনা- তা দলীয় বৈঠকে চূড়ান্ত হবে।

নির্বাচনে বিভিন্ন অনিয়ম ও অভিযোগ জানতে ২৯৯ আসনের ঐক্যফ্রন্ট প্রার্থীদের ঢাকায় ডেকেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

পিবিএ/এফএস

আরও পড়ুন...