শাবান একটি মোবারক মাস। হজরত মুহাম্মদ (সা.) এ মাসে বেশি বেশি নফল রোজা রাখতেন। এ মাসের একটি রাতকে মুসলমানরা বিশেষ গুরুত্ব দিয়ে থাকেন, মধ্য শাবানের এই রাত আমাদের জনপদে ‘শবে বরাত’ হিসেবে পরিচিত।
শবে বরাত নিয়েও আমাদের সমাজ বাড়াবাড়ি ও ছাড়াছাড়িতে লিপ্ত। সমাজের এক শ্রেণীর মানুষ পূণ্যময় রজনীকে এমনভাবে উদযাপন করে, যা সম্পূর্ণ ইসলাম বহির্ভূত। তারা এই পবিত্র রাতে এমনসব কাজ-কর্ম করে যা সুস্পষ্ট বিদআাত ও নাজায়েজ। অনেকে এ রাতের ফজিলতকে সম্পূর্ণ ভিত্তিহীন প্রচার করেন। যার মাধ্যমে নফল ইবাদত থেকে মানুষকে দূরে রাখার চেষ্টায় থাকেন। এই বাড়াবাড়ি ইসলাম সমর্থন করে না।
এছাড়াও আরও যেসব কাজ করা উচিত নয়-
- আতশবাজি ও পটকা ফোটানো
- ইবাদত-বন্দেগি বাদ দিয়ে বেহুদা ঘোরাফেরা করা
- অনাকাঙ্ক্ষিত আনন্দ-উল্লাস করা
- অযথা কথাবার্তা ও বেপরোয়া আচরণ করা
- অন্য কারও ইবাদতের বা ঘুমের বিঘ্ন ঘটানো
- হালুয়া-রুটি বা খাওয়া-দাওয়ার পেছনে বেশি সময় নষ্ট করে ইবাদত থেকে গাফিল থাকা।