শরিফা নামটি শুনতে মানুষের মত মনে হলেও মুলত আতা ফলকে এই নামেই চেনে অনেকে। অঞ্চলভেদে ফলটি নানা নামেও বেশ পরিচিত। বাড়ির উঠনে ও বন জঙ্গলে বেষ্ঠিত স্থানে ছোট ছোট কোষ যুক্ত এ ফলের গাছ জন্মে থাকে। ছবিটি বগুড়ার ধুনট উপজেলার কান্তনগর থেকে তোলা। রোববার, ২৬ ফেব্রুয়ারী। ছবি : পিবিএ/কারিমুল হাসান লিখন।

আরও পড়ুন...