শরীয়তপুরে ব্রাজিল সমর্থকদের মোটরসাইকেল শোভাযাত্রা

ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে শরীয়তপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে ‘ব্রাজিল ফ্যান ক্লাব’। বৃহস্পতিবার (১৭ নভেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলা চত্বর থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।

শোভাযাত্রায় ৫৫০টি মোটরসাইকেল ও ১৮টি ট্রাক-পিকআপে তিন হাজার মানুষ অংশ নেয়। ব্রাজিল সমর্থকরা বলেন, আমরা চাই নেইমার এবার সবচেয়ে সুন্দর খেলুক। ইনশাল্লাহ ব্রাজিল কাপ নেবে।

আয়োজন কমিটির সদস্য সানজিদ আহমেদ মুন্না বলেন, ১৯৯৬ সাল থেকে ‘ব্রাজিল ফ্যান ক্লাব’ শরীয়তপুরের পক্ষ থেকে প্রতি বিশ্বকাপের আগে এই আয়োজনটি করা হয়। অনেক মজা করে থাকি, আজকেও প্রচুর মজা হয়েছে। আমরা চাই, ব্রাজিল বিশ্বকাপে চ্যাম্পিয়ন হোক।

হারুন অর রশিদ রিয়াদ বলেন,গত তিন-চার দিন যাবত কঠোর পরিশ্রমের মাধ্যমে আমরা উপজেলা চত্বরে এই আয়োজন করেছি। আশা করি, এবারের বিশ্বকাপ ব্রাজিলই জিতবে।

আরও পড়ুন...