‘শরীরচর্চা করতে বললেই রাগ উঠে যায়’

Vidya-Balan-Hot

পিবিএ ডেস্ক : ক্যারিয়ারের প্রথম থেকেই চেহারা নিয়ে সমালোচনার সামলেছেন বলিউড অভিনেত্রী বিদ্যা বালান। এবার সেসব নিয়ে মুখ খুলেছেন তিনি। তার দাবি, রোগা হওয়ার চেষ্টা তিনি করেছিলেন। কিন্তু কিছু শারীরিক সমস্যার কারণে তা সম্ভব হয়নি। আর সে কারণেই হেনস্থার শিকার হয়েছেন একাধিকবার।

সম্প্রতি এক সাক্ষাত্কারে বিদ্যা বলেন, ‘সারা জীবন হরমোনের সমস্যায় ভুগছি আমি। যখন অল্প বয়েস, লোকে বলত এত সুন্দর দেখতে তোমায়, একটু ওজন কমিয়ে ফেল। এটা শুনতে কিন্তু সব সময় ভাল লাগে না। আমি ব্যায়াম করতাম। তাতে হরমোনের সমস্যা কিছু কমেছিল। কিন্তু পরে আবার বেড়ে যায়।’

বিদ্যা জানিয়েছেন, এক সময় শট দেওয়ার পর আর মনিটরে দেখতেন না। কারণ মনিটর দেখলেই যদি মনে হয় মোটা লাগছে? তিনি আরও বলেন, ‘আসলে লোকে ভাবে, ভুল খাবার, শরীরচর্চা না করার জন্য মোটা হয়ে যাচ্ছি। আসলে তো তা নয়। হরমোনের সমস্যার জন্য কখনও রোগা হতেই পারলাম না। কিন্তু লোকে বিচার করে অন্যভাবে। শরীরচর্চা করতে বললেই আমার রাগ উঠে যায়। কিভাবে লোকে জানতে পারছে, আমি শরীরচর্চা করছি না? কত চ্যালেঞ্জ পেরোতে হচ্ছে, তার খবর কেউ রাখে কি?’

চেহারার কারণে শুধু বিদ্যা নয়, ঘরে-বাইরে বহু নারীকে সমালোচনার মুখোমুখি হতে হয়। সেই পরিস্থিতিতে মুখ বন্ধ করে না রেখে তার উচিত জবাব দেওয়ার পরামর্শ দিয়েছেন বিদ্যা।

পিবিএ/ জিজি

আরও পড়ুন...