শরীরেই তৈরি হয় অ্যালকোহল

শরীরেই তৈরি হয় অ্যালকোহল

পিবিএ ডেস্কঃ বছর তিনেক আগে মদ্যপ হয়ে গাড়ি চালানোর অপরাধে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিলেন যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনার ৪৬ বছর বয়সী এক চালক। হাসপাতালে নিয়ে পরীক্ষা করে দেখা গেল তাঁর শরীরে অ্যালকোহলের মাত্রা ০.২ শতাংশ। বৈধ মাত্রার চেয়ে এই মাত্রা আড়াই গুণ বেশি। এর অর্থ হচ্ছে প্রতি ঘণ্টায় তিনি ১০ বার মদপান করেছেন। কিন্তু ওই চালক বিষয়টি সরাসরি অস্বীকার করে বলেন, তিনি অ্যালকোহল একেবারেই গ্রহণ করেন না। সংগত কারণেই পুলিশ ও চিকিৎসকদের কেউ তাঁর কথা বিশ্বাস করেননি।

কিন্তু নিউ ইয়র্কের রিচমন্ড ইউনিভার্সিটি মেডিক্যাল সেন্টারের গবেষকরা শেষ পর্যন্ত প্রমাণ করেছেন, চালক মিথ্যা বলেননি। সত্যিই অ্যালকোহল গ্রহণ করেননি তিনি। বরং তাঁর দেহে স্বয়ংক্রিয়ভাবে উচ্চ মাত্রায় অ্যালকোহল তৈরি হয়। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় এ রোগটিকে বলা হয় অটো ব্রিউয়েরি সিস্টেম (এবিএস) বা গাট ফারমেনটেশন সিনড্রোম। এ রোগে আক্রান্তদের গ্রহণ করা শর্করা জাতীয় খাবার দেহে স্বয়ংক্রিয়ভাবে অ্যালকোহলে পরিণত হয়ে যায়। ফলে উচ্চ মাত্রায় অ্যালকোহল গ্রহণের সব লক্ষণ প্রকাশ পেতে থাকে তাদের দেহে। ফলে মদ্যপদের সঙ্গে কোনো পার্থক্য বের করা সম্ভব হয় না। কিন্তু ছত্রাকরোধী থেরাপি দিয়ে এ সমস্যা কিছুটা কমিয়ে আনা সম্ভব।

নর্থ ক্যারোলাইনার ওই চালককেও এ থেরাপি দেওয়া হয়েছে। বর্তমানে তিনি অনেকটা স্বাভাবিক জীবনে ফিরতে পেরেছেন। তবে গবেষকরা তাঁর নাম প্রকাশ করেননি। তাঁরা জানিয়েছেন, এ ধরনের ঘটনা এটিই প্রথম নয়। এর আগেও এ রোগে আক্রান্ত বেশ কয়েকজন রোগীর সন্ধান পাওয়া গিয়েছিল।

পিবিএ/এমআর

আরও পড়ুন...