শরীরে পুরুষ, কিন্তু মনে নারী!

brihannala

পিবিএ ডেস্ক : শরীরে পুরুষ, কিন্তু মনে নারী! অথবা ঠিক উল্টোটা। এরকম সহনাগরিক রয়েছেন আমাদের চারপাশেই। কিন্তু তাদের বিষয়ে আমরা কতটা সচেতন? তাদের ভাল লাগা, মন খারাপ, প্রেম অথবা জিতে যাওয়ার খবর কি আমরা আদৌ রাখি? হয়তো কেউ কেউ সেই খোঁজ রাখি। যেমন রেখেছেন পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়। তার আসন্ন ছবি ‘নগরকীর্তন’-এ রূপান্তরকামীদের গল্প বলেছেন।

এ ছবির প্রধান দুই মুখ ঋদ্ধি সেন এবং ঋত্বিক চক্রবর্তী। তারা তো অভিনেতা। কিন্তু আসল জীবনযাপন করেন যারা, তাদের কথা আমরা কতটা জানি? কেউ নিজের মনের কথা বাড়িতে জানানোর পর গুন্ডা দিয়ে মারধর করানো হয়েছে। পাগলা গারদে রাখা হয়েছে সন্তানকে। কাউকে আবার বঞ্চনা, অপমান, অবহেলা সহ্য করতে হয়েছে বাবা-মায়ের কাছ থেকেই। কৌতুক করেছেন প্রিয়জনেরাই…। সেই মানুষদের নিয়েই একটি ভিডিও তৈরি করেছেন ‘নগরকীর্তন’ টিমের সদস্যরা।

‘নগরকীর্তন’-এ অভিনয়ের জন্যই ওজন বাড়াতে হয়েছিল ঋত্বিককে। আর ঋদ্ধির কাছে অভিনয়ের রেফারেন্স হিসেবে ছিল ‘দ্য ড্যানিশ গার্ল’। ঋদ্ধির ক্যারিয়ারে এই ছবি নিঃসন্দেহে এক নতুন মাইলস্টোন। মুক্তির আগেই এই ছবিতে অভিনয়ের জন্য জাতীয় পুরস্কার পেয়েছেন তিনি। আগামী ১৫ ফেব্রুয়ারি মুক্তি পাবে এই ছবি।

পিবিএ/জিজি

আরও পড়ুন...