শহরের পাশাপাশি গ্রামাঞ্চলের পরিত্যক্ত পুকুরে ছেয়ে গেছে ক্ষুদি পানা। এই পানা পুকুরে সব সময়ই থাকে। কিছুটা সবুজ রঙ্গের ছোট ছোট ক্ষুদি পানা দিয়ে ভেসে আছে পুরো পুকুর জুড়ে। আর সেই পুকুরে খাবারের সন্ধানে নেমেছে এক দল পাতি হাঁস। ছবিটি গাইবান্ধা সদর উপজেলার গিদারী থেকে তোলা। বৃহস্পতিবার, ২৫ আগস্ট। ছবি : পিবিএ/রিফাতুন্নবী রিফাত