শাকিব খানের নতুন নায়িকা হবে আরিয়ানা জামান

পিবিএ ডেস্ক: ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়ক শাকিব খান ইদানীং নতুন নতুন নায়িকা নিয়ে হাজির হচ্ছেন। বুবলী, রোদেলা, জাহারা মিতু’র পর এবার সেই তালিকায় যুক্ত হলো আরও একটি নতুন নাম। আরিয়ানা জামান।আরিয়ানা জামানকে দেখা যাবে শাকিব খান অভিনীত ‘বীর’ ছবিতে। কাজী হায়াৎ পরিচালিত এ ছবিটির শুটিং শুরু হয়েছে গত মাসে। প্রধান নায়িকা হিসেবে থাকবেন শবনম বুবলী।

ইতিমধ্যে বেশ কিছু অংশের শুটিংও সম্পন্ন হয়েছে। আরিয়ানাকে দেখা যাবে দ্বিতীয় নায়িকা হিসেবে। ছবির সহ-প্রযোজক ইকবাল জানান, ২৪ আগস্ট, শনিবার আরিয়ানার সঙ্গে আনুষ্ঠানিকভাবে চুক্তি সম্পন্ন করেছে ‘বীর’ সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস।

জানা যায়, ইতিমধ্যেই ছবির ১০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে। আগামী মাসের শেষে আবার শুটিং শুরু হবে। বেশ কয়েক বছর ধরেই মডেলিংয়ের সঙ্গে জড়িত রয়েছেন আরিয়ানা জামান। দেশের নামীদামি অনেক ব্র্যান্ডের হয়ে কাজের অভিজ্ঞতা আছে তার।

পিবিএ/বিএইচ

আরও পড়ুন...