শাবিতে আন্তর্জাতিক গবেষণা সম্মেলন শুরু


শাবি
শাবিতে তিন দিনব্যাপী গবেষণা, উদ্ভাবন ও শিক্ষা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন।

পিবিএ, শাবি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) পঞ্চমবারের মতো তিন দিনব্যাপী গবেষণা, উদ্ভাবন ও শিক্ষা বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে।

শুক্রবার সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে সম্মেলনের উদ্বোধন করেন শাবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দীন আহমেদ।

সম্মেলনের আহ্বায়ক ফলিত বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. আবুল মুকিদ মোহাম্মদ মোকাদ্দেস’র সভাপতিত্বে উদ্বোধনী সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাবির কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইলিয়াস উদ্দিন বিশ্বাসসহ, সম্মেলনের সচিব ড.মুহাম্মদ জহিরুল ইসলাম, ইন্দোনেশিয়ার ড. দারদা ইফেনদি, মালয়েশিয়ার ড. নওশাদ আমিন প্রমুখ।

এবারের সম্মেলনে বাংলাদেশসহ মালয়েশিয়া, ভারত ও ইন্দোনেশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষকদের ১৭৩টি গবেষণা প্রবন্ধ আকারে উপস্থাপন করা হবে। সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপক হিসেবে থাকবেন, ইন্দোনেশিয়ার ড. দারদা ইফেনদি, ভারতের ড. সুদিপ্ত রায়, মালয়েশিয়ার ড. নওশাদ আমিন ও ড. মাকসুদুর রহমান খান। প্রবন্ধ উপাস্থপকবৃন্দ বিভিন্ন সেশনে তাদের প্রবন্ধ উপস্থাপন করবেন।

পিবিএ/এইচএইচ/জেডআই

আরও পড়ুন...