শাবিতে জাতীয় গ্রন্থাগার দিবস পালিত

পিবিএ, শাবি: ‘গ্রন্থাগারে বই পড়ি, আলোকিত মানুষ গড়ি’ এই শ্লোগানকে সামনে রেখে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পালিত হয়েছে জাতীয় গ্রন্থাগার দিবস-২০১৯।

দিবসটি উপলক্ষে মঙ্গলবার(০৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার ভবনের সামনে থেকে দিবস একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের শাবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, এখন শিক্ষার্থীরা লাইব্রেরি বিমুখ হয়ে গেছে, লাইব্রেরির প্রতি তাদের তাদের আগ্রহ বাড়ানোর জন্য আমরা রিমোর্ট অ্যাকসেস সুবিধা দিবো।’ তিনি শিক্ষার্থীদের গ্রন্থাগারে আসার আহবান এবং উন্নয়নের কথা জানিয়ে বলেন, ‘শিক্ষার্থীদের গ্রন্থাগারের গুরুত্ব এবং সচেতনতা বাড়ানোর জন্য প্রধানমন্ত্রী গতবছর জাতীয় গ্রন্থাগার দিবস ঘোষণা করে। তোমরা লাইব্রেরিতে আসো, আমাদের লাইব্রেরি উন্নত করতে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।’

এসময় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ ড. ইলিয়াস উদ্দিন বিশ্বাস, উদযাপন কমিটির আহবায়ক অধ্যাপক মোসাদ্দেক আহমেদ চৌধুরি, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক ড. রাশেদ তালুকদার, প্রক্টর জহীর উদ্দিন আহমেদ, বিভিন্ন অনুষদের ডিনসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ।

পিবিএ/এইচএইচবি/জেডআই

আরও পড়ুন...