হাবিবুল হাসান,পিবিএ,শাবি: সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। আনন্দ শোভাযাত্রা ও কেক কাটার মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।
দিবসটি উপলক্ষে বুধবার(১৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে জাতীয় সংগীত ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন করেন শাবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু করেন উপাচার্য।
সকাল ১০টায় প্রশাসনিক ভবনের সামনে থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাসের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্তমঞ্চে এসে শেষ হয়।
শোভাযাত্রা শেষে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে শাবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ সকলকে বিশ্ববিদ্যালয় দিবসের ও পহেলা ফাল্গুনের শুভেছা জানিয়ে বলেন, শাবিপ্রবি বর্তমানে বাংলাদেশের অন্যতম সেরা উচশিক্ষা প্রতিষ্ঠান। সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টার ফলেই আজকের এ অবস্থান। প্রতিষ্ঠা বার্ষিকীত আমাদের অঙ্গীকারবদ্ধ হতে হবে, আমরা যেন সকলে মিলে বিশ্ববিদ্যালয়ের অবস্থানকে ধরে রাখতে পারি।
এসময় বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. আখতারুল ইসলাম, অধ্যাপক ড. সৈয়দ সামসুল আলম, শিক্ষক সমিতির নব নির্বাচিত সভাপতি অধ্যাপক ড. সাইফুল ইসলাম , প্রক্টর অধ্যাপক জহীর উদ্দিন আহমদ, রেজিস্ট্রার মুহাম্মদ ইশফাকুল হোসেন সহ বিভিন্নন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, দপ্তর প্রধানরা উপস্থিত ছিলেন।
পিবিএ/এফএস