নাসির উদ্দিন,পিবিএ,বেনাপোল: যশোরের শার্শায় অস্ত্র-গুলি ও হেরোইনসহ ২ যুবককে আটক করেছে পুলিশ । আটককৃতরা হচ্ছে, উপজেলার রামপুর গ্রামের গোলাম মোস্তফা’র ছেলে মামুনুর রশিদ (৩১) ও টেংরা গ্রামের আনসার আলীর ছেলে সেলিম হোসেন (৩২)।
শার্শা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) এম মশিউর রহমান পিবিএকে জানান, চোরাচালান প্রতিরোধ ও মাদক দ্রব্য উদ্ধারে বিশেষ অভিযানকালে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ শার্শা উপজেলা কলেজের সামনে অবস্থান করে। এ সময় পোতাপাড়া মোড়ের ব্রীজের উপর একজনকে সন্দেহজনক ভাবে ঘোরাফেরা করতে দেখে তাকে জিজ্ঞাসাবাদ করলে সে অসৌজন্যমূলক কথাবার্তা বলতে থাকে। এ সময় তার দেহ তল্লাশী করলে তার প্যান্টের ভেতর থেকে ১টি ওয়ানশুটার গান ও ১রাউন্ড গুলি উদ্ধার করা।
অপর দিকে, শ্যামলাগাছি মামা-ভাগ্ন অটোরাইস মিলের সামনে হেরোইনসহ সেলিম হোসেনকে আটক করা হয়। এ ব্যাপারে আটককৃতদের নামে শার্শা থানা পৃথক দুটি মামলা হয়েছে।
পিবিএ/এফএস