পিবিএ,সিলেট: প্রথম ধাপে পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনে সুনামগঞ্জের ৯ উপজেলার মধ্যে শাল্লা উপজেলার পরিষদ নির্বাচনে ফলাফল স্থগিত করেছেন জেলা রিটার্নিং অফিসার। ওই উপজেলায় স্থগিত হওয়া তিন কেন্দ্রে ফের ভোট গ্রহন করা হবে বলেও জানান রিটার্নিং কর্মকর্তা।
সোমবার রাত দেটায় জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা শরিফুল ইসলাম ওই উপজেলার নির্বাচনের ফলাফল স্থগিত করেন।
প্রসঙ্গত: রবিবার শাল্লায় দিনভর উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহন করা হলে তিনটি কেন্দ্রে ভোট গ্রহন স্থগিত করা হয়।
রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে দেয়া ফলাফলে শাল্লা উপজেলায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী চৌধুরী আব্দুল্লাহ আল মাহমুদ (আল-আমিন চৌধুরী) নৌকা প্রতীকে ২৪ হাজার ৯শ ৮০ ভোট পেয়েছেন এবং নিকটতম প্রতিদ্ধদ্বী আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী অবনী মোহন দাস আনারস প্রতীকে ১৯ হাজার ৩শ ৩০০ ভোট পেয়েছেন।
কিন্তু রবিবার দিনব্যাপী নির্বাচনে শাল্লা উপজেলার নির্বাচনে বিভিন্ন অনিয়মের কারণে ৩টি ভোট কেন্দ্রের ফলাফল স্থগিত রাখা হয়। দুই প্রার্থীর মধ্যে প্রাপ্ত ভোটের ব্যবধান বেশি না হওয়ায় স্থগিত কেন্দ্র গুলোতে আবারো নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানান রির্টানিং অফিসার। স্থগিত কেন্দ্রগুলো হল, শাল্লা উপজেলার ইয়ারাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাশিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আনন্দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়।
জানাযায়, আব্দুল্লাহ আল মামুন তার নিকটতম প্রতিদ্ব্দ্বী অবনী মোহন দাসের চেয়ে ৫ হাজার ৬শত ৭৭ ভোট বেশি পেয়েছেন কিন্তু স্থগিত হওয়া তিনটি কেন্দ্রের ভোটের সংখ্যা ৭ হাজার ৩ শত ৫১।
তাই প্রাপ্ত ভোটের ব্যবধানের তুলনায় ৩টি ভোট কেন্দ্রে ভোটের সংখ্যা বেশি হওয়ায় আবারো এই তিনটি কেন্দ্রে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে।
জেলা রির্টানিং অফিসার শরিফুল ইসলাম বলেন, শাল্লা উপজেলায় ৩টি কেন্দ্রে অনিয়মের অভিযোগে ভোট গ্রহন ও পরবর্তীতে ফলাফল স্থগিত করা হয়।
পিবিএ/এইচএসএ/এমএসএম