শাহজালালে বিপুল পরিমান ইয়াবাসহ যুবক আটক

পিবিএ,ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৩ হাজার ৪’শ ৩ পিস ইয়াবাসহ মোকছেদুল হাওলাদার (২৬) নামে এক ব্যক্তিকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ। মোকছেদুল হাওলাদার পটুয়াখালীর কলাপাড়া উপজেলার খেপুপাড়ার টিয়াখালী গ্রামের ফোরকান হাওলাদারের ছেলে। সোমবার (২৭মে) ভোর রাতের দিকে বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের বহিরাঙ্গন থেকে তাকে আটক করা হয়।

শাহজালালে বিপুল পরিমান ইয়াবাসহ যুবক আটক
আটক

বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপস অ্যান্ড মিডিয়া) আলমগীর হোসেন জানান, রাতে টার্মিনালের বহিরাঙ্গনে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে মোকছেদুল হাওলাদারকে আটক করে আর্মড পুলিশ। পরে তার ব্যাগ তল্লাশি করে ৩ হাজার ৪’শ ৩ পিস ইয়াবা পাওয়া যায়।

তার বিরুদ্ধে বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান আলমগীর হোসেন।

পিবিএ/আরআই

আরও পড়ুন...