শাহজালাল বিমানবন্দরে ইয়াবাসহ যাত্রী আটক

পিবিএ,ঢাকা : ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১ হাজার ৯৪৫ পিস ইয়াবাসহ সৈয়দ মোহাম্মদ সফর (৪৫) নামে এক যাত্রীকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ। সোমবার (২৯ এপ্রিল) বিকেল ৫টার দিকে বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের বহিরাঙ্গন থেকে তাকে আটক করা হয়।

আর্মড পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালে অভিযান চালায় বিমানবন্দর আর্মড পুলিশ। অভিযান চালিয়ে সফর নামে নভোএয়ারের এক যাত্রীকে আটক করা হয়। পরে ওই যাত্রীর ব্যাগ তল্লাশি করে ১ হাজার ৯৪৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়। সৈয়দ মোহাম্মদ সফর ব্রাহ্মণবাড়িয়া জেলার সদর থানার পূর্ব মেড্ডা তিতাস পাড়ার মৃত আব্দুল আলিমের পুত্র।

আটক ব্যক্তির বিরুদ্ধে বিমানবন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এদিন বিকেল সাড়ে ৪টায় নভোএয়ারের ‘ভিকিউ ৯৩৮’ নং ফ্লাইট যোগে কক্সবাজার থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসে ওই যাত্রী। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৫ লাখ ৮৩ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন্স অ্যান্ড মিডিয়া) আলমগীর হোসেন পিবিএকে বিষয়টি নিশ্চিত করেছেন।

পিবিএ/এমএস

আরও পড়ুন...