শাহবাগ থানার গাড়ির ডাম্পিং স্টেশনে আগুন

রাজধানীর শাহবাগ থানার পিছনে পরিত্যক্ত গাড়ির ডাম্পিং স্টেশনে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট।

মঙ্গলবার (৫ মার্চ) দুপুর ২টা ৪৫ মিনিটে অগ্নিকাণ্ডের সূত্রপাত বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

শাহবাগ থানার ঊর্ধ্বতন কর্মকর্তাদের ধারণা কেউ পরিকল্পিতভাবে আগুন লাগিয়ে দিয়েছে।

ফায়ার সার্ভিসের গণমাধ্যম শাখার কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, শাহবাগ থানার গাড়ির ডাম্পিং স্টেশনে দুপুর ২টা ৪৫ মিনিটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ২টা ৫৮ মিনিটে আমাদের প্রথম ইউনিট সেখানে পৌঁছায়। তিনটি ইউনিটের চেষ্টায় ৩টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন...