শাহ আমানতে বিমানের জরুরি অবতরণ

পিবিএ,চট্টগ্রাম: সিঙ্গাপুর থেকে ঢাকা আসার পথে শতাধিক আরোহী নিয়ে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে বাংলাদেশ বিমানের একটি আন্তর্জাতিক ফ্লাইট।

যান্ত্রিক ত্রুটির কারণে সোমবার বিকেলে জরুরি অবতরণের সিদ্ধান্ত নেন বিমানটির চালক।

সোমবার (০৮ এপ্রিল) বিকেল পৌনে ৬টার দিকে বিমানটি চট্টগ্রামে অবতরণ করে। বাংলাদেশ বিমানের ভারপ্রাপ্ত এয়ারপোর্ট ম্যানেজার কাজী খাইরুল কবির এ তথ্য জানিয়েছেন। তবে এ ঘটনায় কোনও যাত্রীর ক্ষয়ক্ষতি হয়নি বলে তিনি জানান।

তিনি বলেন, ‘‘হঠাৎ করে বিমানটির একটি ইঞ্জিনে ত্রুটি দেখা দেয়। তবে সেটি নিরাপদে অবতরণ করেছে। এতে কোনও ধরনের ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের ঘটনা ঘটেনি।’’

বিমানটি সন্ধ্যা সোয়া ৬টায় ঢাকায় অবতরণ করার কথা ছিল।

পিবিএ/এএইচ

আরও পড়ুন...