শিক্ষক লাঞ্ছিত: ক্লাস-পরীক্ষা বর্জন করে রাবি শিক্ষার্থীদের প্রতিবাদ

ইছা হক,রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি): ব্যবসায় প্রশাসন ইন্সটিটিউট (আইবিএ) ও ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস বিভাগের মধ্যকার আন্তঃবিভাগ ফুটবল খেলায় এক শিক্ষকের শার্টের কলার ধরে টানাহেঁচড়ার ঘটনায় ক্লাস-পরীক্ষা বর্জন করেছেন ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস বিভাগের শিক্ষার্থীরা।

সোমবার (১২ সেপ্টেম্বর) বেলা ১১ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের পেছনে তিন দফা দাবিতে প্রতিবাদ কর্মসূচি ও সংবাদ সম্মেলন করেন বিভাগের শিক্ষার্থীরা।

৩ দফা দাবিসহ লিখিত বক্তব্যে তারা বলেন, বিশ্ববিদ্যালয়ের আন্তঃ বিভাগ ফুটবল প্রতিযোগিতায় আমাদের বিভাগ বনাম আইবিএ -র মধ্যে টাইব্রেকারের সময় রেফারির সিদ্ধান্তকে নিয়ে ঝামেলার সূত্রপাত হয়। আইবিএ-র শিক্ষার্থীরা রেফারির সিদ্ধান্তকে উপেক্ষা করে বাকবিতন্ডার সৃষ্টি করলে এক পর্যায়ে আইবিএ-এর শিক্ষার্থীরা আমাদের প্রতি আক্রমনাত্মক আচরণ শুরু করে। তখন আমাদের শিক্ষক অধ্যাপক ড.মোইজুর রহমান তাদেরকে শান্ত হতে অনুরোধ করেন। কিন্তু তারা শান্ত না হয়ে আরও বেশি উচ্ছৃঙ্খল আচরন শুরু করে এবং একপর্যায়ে আইবিএ-র শিক্ষার্থী আবু সিনহা সৌমিক স্যারের কলার চেপে ধরে কয়েকমিনিট যাবৎ টানাহেঁচড়া করতে থাকে। এ সময় আমরা শিক্ষার্থীবৃন্দ স্যারকে ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করলে তারা আমাদের উপর হামলা চালায়।

এসময় তারা আরো বলেন, এ হামলায় প্রথম বর্ষের প্রতিবন্ধী শিক্ষার্থী টুটুলকে নির্দয় ভাবে মাটিতে ফেলে পেটাতে ও পদদলিত করতে থাকে এবং উৎপল, জুনায়েদ, তন্মসসহ আরো অনেকে শিক্ষার্থীকে আহত করে। এছাড়াও মেয়েদের উপর তারা হামলা করতে গেলে কোনো রকমে আমরা আমাদের স্যারকে নিয়ে ঘটনাস্থল ত্যাগ করি।

শিক্ষার্থীদের দাবিগুলো হলো- আবু সিনহা সৌমিকের ছাত্রত্ব বাতিল করতে হবে, ভিডিও ফুটেজ দেখে তদন্ত সাপেক্ষে জড়িত বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নিতে হবে ও আন্ত: বিভাগ প্রতিযোগিতার যেকোনো খেলা চলাকালীন নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

উল্লেখ্য, গতকাল (১১ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের হবিবুর রহমান হল মাঠে আইবিএ ও ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস বিভাগের আন্তঃবিভাগ ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে শিক্ষকসহ উভয়পক্ষের অনেকেই আহত হয়েছেন।

 

আরও পড়ুন...