শিক্ষকদের বেতন বিলে স্বাক্ষর করবেন বিভাগীয় কমিশনার- শিক্ষা মন্ত্রণালয়।

পিবিএ,ঢাকা: আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন পাওয়া ব্যক্তিরা নির্বাচনকালীন সময়ে শিক্ষা প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করতে পারবেন না। সে কারণে এই সময়ে শিক্ষকদের বেতন বিলে স্বাক্ষর করবেন বিভাগীয় কমিশনার বা জেলা প্রশাসকরা। শিক্ষকদের যাতে কোনও অসুবিধা না হয়, সে কারণে এই সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব (বেসরকারি মাধ্যমিক) জাবেদ আহমেদ বলেন, ‘যেসব ব্যক্তি নির্বাচনে মনোনয়ন পেয়েছেন, তারা যেসব শিক্ষা প্রতিষ্ঠানের সদস্য রয়েছেন, তারা গভর্নিং বডির কোনও কার্যযক্রমে অংশ নিতে পারবেন না। বেতন বিলেও স্বাক্ষর করতে পারবেন না। তাই বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের বেতন বিলে স্বাক্ষর করবেন, যাতে শিক্ষকদের বেতন আটকে না যায়।’ শিগগিরই এ বিষয়ে নির্দেশনা জারি করার কথাও বলেছেন তিনি।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, দলীয় মনোনয়ন পাওয়া ব্যক্তি ও মনোনীত ব্যক্তি নির্বাচনকালীন সময়ে শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা পর্ষদের সভাসহ কোনও কার্যক্রমে অংশ নিতে পারবেন না। নির্বাচন কমিশনের অনুরোধের পর শিক্ষা মন্ত্রণালয় নির্বাচনি আচরণবিধি মেনে চলার জন্য এই সিদ্ধান্ত নিয়েছে।

এ ব্যাপারে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের যুগ্মসচিব (বেসরকারি মাধ্যমিক) সালমা জাহান জানিয়েছেন, ‘মনোনয়ন পাওয়া ব্যক্তি শিক্ষা প্রতিষ্ঠানের কোনও কাজে অংশ নিতে পারবেন না। শুধু তাই নয়, মনোনয়ন পাওয়া ব্যক্তি যদি কোনও শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডির সভাপতি বা সদস্য থাকেন, তাহলে তাকেও কোনও প্রকার কার্যক্রমে অংশ নিতে দেওয়া হবে না। নির্বাচনকালীন সময়ের জন্য এই নির্দেশনা দেওয়া হয়েছে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে।’

উল্লেখ্য, আগামী ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে ভোট গ্রহণ করবেন শিক্ষকরা। দলীয় মনোনয়ন পাওয়া ব্যক্তিরা যাতে শিক্ষকদের ওপর প্রভাব খাটাতে না পারেন, সে কারণে প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠান ও সংশ্লিষ্টদের চিঠি দেয় শিক্ষা মন্ত্রণালয়।
পিবিএ/ইএইচকে

আরও পড়ুন...