শিক্ষকের প্রতি শ্রদ্ধার অনন্য নজির স্থাপন করলেন প্রধানমন্ত্রী

Anisuzzaman

আসিফ সোহান, পিবিএ শিক্ষকের প্রতি তার শ্রদ্ধার আরেকটি অনন্য নজির স্থাপন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল শুক্রবার ‘অমর একুশে গ্রন্থমেলা ২০১৯’- এর উদ্বোধনী অনুষ্ঠানে শেখ হাসিনা তার শিক্ষক, দেশবরেণ্য বুদ্ধিজীবী ও গবেষক অধ্যাপক আনিসুজ্জামানের চাদর ঠিক করে দেন। শুক্রবার ভাষার মাসের প্রথম দিনে শুরু হওয়া বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলা একাডেমি প্রতিবছর বইমেলার আয়োজন করে থাকে। এর চেয়ারম্যান অধ্যাপক আনিসুজ্জামান। প্রধানমন্ত্রীর সম্মানে লালা গালিচাও পাতা হয়। তবে বরাবরের মতো প্রধানমন্ত্রী সেই গালিচা ছেড়ে দেন তার শিক্ষককে। আনিসুজ্জামানকে মধ্যমণি করে মেলা ঘুরে দেখেন।

গত বছরের বইমেলায়ও শিক্ষকের প্রতি তার শ্রদ্ধার নিদর্শন রেখেছিলেন শেখ হাসিনা। আনিসুজ্জামানের প্রতি সম্মান দেখিয়ে বাংলা একাডেমির রাস্তায় রাখা লাল গালিচা ছেড়ে নিচ দিয়ে হাঁটেন শেখ হাসিনা। আনিসুজ্জামান ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেন। এই বাংলা বিভাগেরই ছাত্রী ছিলেন শেখ হাসিনা। এর আগে শেখ হাসিনা বলেছিলেন, ‘অধ্যাপক আনিসুজ্জামান আমার শিক্ষক। তিনি প্রগতিশীল আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করলেও কখনো নেতৃত্বে আসতে চাননি’। প্রধানমন্ত্রী আনিসুজ্জামানকে ‘বাঙালি জাতির যে কোনো ক্রান্তিকালে বাতিঘরের মতো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন’ বলে এর আগে উল্লেখ করেছিলেন।

পিবিএ/এএস/জিজি

আরও পড়ুন...