শিক্ষক কর্মচারিদের বেতন কর্তনের প্রজ্ঞাপন বাতিলের দাবিতে দিনাজপুরে মানববন্ধন

পিবিএ দিনাজপুর: বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক কর্মচারিদের বেতন থেকে ১০ শতাংশ হারে টাকা কেটে রাখার (কর্তন) প্রজ্ঞাপন বাতিলের দাবিতে মঙ্গলবার সকালে দিনাজপুরের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালনসহ সমাবেশ করেছেন বাংলাদেশ শিক্ষক সমিতির জেলার ১৩টি উপজেলার সদস্যরা।

বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক কর্মচারিদের বেতন থেকে ১০ শতাংশ হারে টাকা কেটে রাখার (কর্তন) প্রজ্ঞাপন বাতিলের দাবিতে মঙ্গলবার সকালে দিনাজপুরের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন
শিক্ষক কর্মচারিদের বেতন কর্তনের প্রজ্ঞাপন বাতিলের দাবিতে দিনাজপুরে মানববন্ধন

এসময় বক্তব্য দেন সমিতির জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম, সাধারন সম্পাদক মাতলুবুল মানুনসহ অন্যান্যরা। বেতন কর্তন বন্ধ এবং শিক্ষা ব্যবস্থা জাতীয়করনের দাবি জানিয়েছেন তারা। কর্মসূচি শেষে জেলা প্রশাসকের হাতে স্মারকলিপি তুলে দেন শিক্ষক নেতারা।

আগামী ৩রা মে ঢাকায় শিক্ষক সমাবেশ নতুন কর্মসূচি ঘোষণা করা হবে জানান বাংলাদেশ শিক্ষক সমিতির জেলা কমিটি সাধারন সম্পাদক মাতলুবুল মানুন । ঐক্যবদ্ধ আন্দোলন সংগ্রামের মাধ্যমে দাবি আদায়ে সবাইকে এগিয়ে আসার আহবান জানিয়েছেন শিক্ষক সমিতির জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম।

পিবিএ/এসইউএ/আরআই

আরও পড়ুন...