ইমরান হোসাইন,কুবি: প্রথম চেষ্টায় ফেল। পরেরবার ভাল করার সংকল্প নিয়ে কলেজ শিক্ষক নিবন্ধন পরীক্ষায় বসে জাতীয় মেধাতালিকায় একেবারে দেশসেরা হয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের আইসিটি বিভাগের ২০১২-১৩ সেশনের সাবেক শিক্ষার্থী মির্জা মো. সানাউল্লাহ। সদ্য ঘোষিত ১৬ তম কলেজ নিবন্ধন পরীক্ষার ফলাফলে আইসিটি বিভাগে এমন কীর্তি গড়েছেন তিনি।
বর্তমানে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতায় নিযুক্ত থাকা সানাউল্লাহ নিজের এই অর্জনে উচ্ছ্বসিত। এমসিজে নিউজের সাথে নিজের অভিব্যক্তি প্রকাশ করে তিনি বলেন, ‘আল্লাহর রহমতে যে ফলাফল এসেছে তা একেবারেই আমার কল্পনারও বাইরে। পরীক্ষা ভাল দিয়েছিলাম। সব প্রশ্নের উত্তরই ঠিকঠাক লিখে এসেছিলাম। কিন্তু, এতো ভাল ফলাফল হবে ভাবিনি।’
নিজের এই ফলাফলের পেছনের গল্প বলতে গিয়ে তিনি বলেন, ‘১৫ তম শিক্ষক নিবন্ধনে বসেছিলাম আমি। তখন লিখিততে ফেল আসে। এরপরই মনের মাঝে জেদ জাগে। ভেবেছিলাম আমাকে উত্তীর্ণ হতেই হবে। এরপর থেকে নিজের মতো করে নোট করে পড়া শুরু করি। পরিশ্রমের পুরস্কারও পেলাম।’
সানাউল্লাহর এমন কীর্তিতে আনন্দিত তার পরিবারের সদস্য এবং সহপাঠীরাও।
উল্লেখ্য, গত ১ নভেম্বর (সোমবার) রাত ১০ টায় আনুষ্ঠানিকভাবে শিক্ষক নিবন্ধনের এই ফলাফল প্রকাশ করা হয়।