শিক্ষার্থীদের ক্লাসে ফেরাতে ইবি উপাচার্যের পরামর্শ

পিবিএ,ইবি,কুষ্টিয়া: ইসলামী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন ও বিভিন্ন বিভাগের সভাপতিদের নিয়ে জরুরী সভায় মোটিভেশনের মাধ্যমে আন্দোলনরত শিক্ষার্থীদের ক্লাসে ফেরাতে বলেছেন ইবি উপাচার্য। বুধবার সকাল ১১টায় প্রশাসন ভবনে সভাকক্ষে এক জরুরী সভায় এ পরামর্শ দেন ইবি উপাচার্য। বেতন ও ফি কমানোর দাবিতে মঙ্গলবার সারাদিনভর আন্দোলনের মূখে পরে এ জরুরী সভার ডাক দেয় ইবি উপাচার্য।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন ও বিভিন্ন বিভাগের সভাপতিদের নিয়ে জরুরী সভায় মোটিভেশনের মাধ্যমে আন্দোলনরত শিক্ষার্থীদের ক্লাসে ফেরাতে বলেছেন ইবি উপাচার্য।
আমরণ অনশন পালন করছে ইবি শিক্ষার্থীরা

সভা সুত্রে জানা যায়, ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হারুন উর রশিদ আসকারী জরুরী সভায় বিভিন্ন অনুষদের ডিন ও বিভিন্ন বিভাগের সভাপতিদের বর্তমান বিশ্ববিদ্যালয়ে চলমান আন্দোলনের ব্যাপারে পরামর্শ চান। সভায় অধিকাংশ অধ্যাপক শিক্ষার্থীদের দাবি মেনে নিয়ে বেতন ফি যৌক্তিক ও সহনশীল মাত্রায় কমিয়ে আনার পারামর্শ দেন। একই সাথে শিক্ষার্থীদের দাবি মেনে নিয়ে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার পরামর্শ দেন।

এ সময় উপাচার্য সভায় থাকা অধ্যাপকদের মোটিভেশনের মাধ্যমে আন্দোলনরত শিক্ষার্থীদের ক্লাসে ফেরাতে বলেন। শিক্ষার্থীরা যেন আন্দোলন না করে এ বিষয়েও তিনি অধ্যাপকদের বিভিন্ন পরামর্শ দেন। সভায় বিশ্ববিদ্যালয়ের কর্তা ব্যাক্তিরা, বিভিন্ন অনুষদের ডিন ও বিভিন্ন বিভাগের সভাপতিবৃন্দ এবং কুষ্টিয়া ও ঝিনাইদহের জেলা প্রসাশক উপস্থিত ছিলেন।

এদিকে শিক্ষার্থীদের দ্বীমুখী আন্দোলনে উত্তাল হয়ে উঠেছে বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাস। বুধবার সকাল থেকে আটককৃত ২২ শিক্ষার্থীকে মুক্তি ও ইঞ্জিনিয়ারিং ডিগ্রীর দাবিতে প্রশাসন ভবনের সামনে আমরণ অনশন পালন করছে ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি অনুষদের শিক্ষার্থীরা।

অপর দিকে ভর্তি ফি সহ অন্যান্য সকল ফি কমানোর দাবিতে বিশ্ববিদ্যালয় প্রধান ফটক অবরোধ করে অবস্থান কর্মসূচী পালন করছে ২০১৭-১৮ ও ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা।

পিবিএ/এএন/আরআই

আরও পড়ুন...