বিমানবন্দর সড়কে তিন শিক্ষার্থীকে চাপা দেওয়ার ঘটনায় প্রাইভেটকারের চালককে গ্রেফতার করেছে পুলিশ। তার নাম মোস্তাফিজুর রহমান (৩৫)। রো্ববার বিকেলে রাজধানীর বিমানবন্দর এলাকা থেকে তাকে আটক করে পুলিশ।
রো্ববার (২৭ অক্টোবর ) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এরশাদ আহমেদ।
পুলিশ কর্মকর্তা বলেন, এ ঘটনায় চালককে আটক করা হয়েছে। এখনো মামলা হয়নি। তবে অভিযোগ দেওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে।
এরশাদ আহমেদ জানান, এ ঘটনার পর তিন শিক্ষার্থীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের দুজনের পা ভেঙে গেছে এবং একজন মাথায় আঘাত পেয়েছেন। তারা চিকিৎসাধীন আছেন।
এর আগে রোববার দুপুর সাড়ে ১২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের সামনের রাস্তায় তিন শিক্ষার্থীকে চাপা দেয় একটি প্রাইভেটকার। পরে চালক পালিয়ে যান। খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ প্রাইভেটকারটি জব্দ করে।
এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, তৃতীয় টার্মিনালের সামনের রাস্তা দিয়ে একদল শিক্ষার্থী হেঁটে যাচ্ছে। এ সময় পেছন থেকে সাদা রঙের একটি প্রাইভেটকার এসে তাদের চাপা দেয়। এতে কয়েকজন শিক্ষার্থী রাস্তায় পড়ে আহত হন। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে আহত শিক্ষার্থীদের উদ্ধার করেন।