নাজমুল হুসাইন,ইবি: পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে দীর্ঘ ১৫ দিনের ছুটি শেষে গত শনিবার খুলেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। পরিবার পরিজনের সাথে ঈদ আনন্দ উপভোগ করে ক্যাম্পাসে ফিরতে শুরু করেছে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে সবুজ ক্যাম্পাস।
বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম শুরু হয়েছে গতকাল রবিবার। ক্যাম্পাস সরেজমিন ঘুরে দেখা গেছে, অধিকাংশ বিভাগ সমূহে ক্লাস-পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এর আগে গত শনিবার বিশ্ববিদ্যালয়ের দাফতরিক কার্যক্রম শুরু হয়।
দীর্ঘ ছুটি শেষে প্রিয় সহপাঠীদের কাছে পেয়ে পরস্পর ঈদের শুভেচ্ছা বিনিময়, গল্প আর আড্ডায় মেতে উঠে শিক্ষার্থীরা। বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বর, ঝাঁল চত্বর, পাখি চত্বর, বটতলা, ক্যাফেটেরিয়া, কেন্দ্রীয় লাইব্রেরী চত্বর ও স্মৃতিসৌধ চত্বরসহ সর্বত্র এখন কোলাহলপূর্ন। শিক্ষার্থীদের পদচারণায় ক্যাম্পাস যেন ফিরে পেয়েছে নতুন প্রাণ।
এ দিকে গত শুক্রবার সকাল ১০ টায় খুলে দেয়া হয় বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলসমূহ। ইতোমধ্যে হলের অধিকাংশ শিক্ষার্থী চলে আসতে শুরু করেছে। শিক্ষার্থীদের এই আগমনের ফলে আবাসিক হল এলাকাও এখন প্রাণবন্ত।