পিবিএ,চাঁদপুর: শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি এমপি বলেছেন, খেলাধুলার মধ্যদিয়ে মাদক, ইভটিজিংসহ বিভিন্ন অপকর্ম থেকে যুবসমাজকে দূরে রাখা সম্ভব। চাঁদপুরে খেলাধুলার অনেক ঐতিহ্য রয়েছে। তাই উচ্চ শিক্ষার পাশাপাশি খেলাধুলায়ও এগিয়ে যেতে হবে।
তিনি মঙ্গলবার বেলা ১১ টায় চাঁদপুর স্টেডিয়ামে প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগের উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আগামী ২০২০ সালে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের শতবর্ষ জন্ম বার্ষিকী পালন করা হবে। নানান কর্মকান্ডের মধ্য দিয়ে সারাবিশ্বে এই জন্মবার্ষিকী পালন হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খান, পুলিশ সুপার জিহাদুল কবির বিপিএম, পিপিএম, জেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র নাছির উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, সহ-সভাপতি ডা. জেআর ওয়াদুদ টিপু।
এবারের ক্রিকেট লীগে চাঁদপুর জেলার ৮টি দল অংশগ্রহণ করেছে। উদ্বোধনী খেলায় পাইওনিয়ার ক্লাব বনাম ইয়ুথ ক্লাব অংশগ্রহণ করে।
পিবিএ/এসআই/হক