পিবিএ,নজরুল বিশ্ববিদ্যালয় (ময়মনসিংহ): পানিসম্পদ উপমন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম এমপি বলেন, “প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রাথমিক শিক্ষা থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত শিক্ষার মানোন্নয়নে কাজ করে চলছেন। তিনি প্রতিটি জেলায় জেলায় বিশ্ববিদ্যালয় স্থাপন করেছেন। উপজেলা শহরে থাকা মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানকে সরকারিকরণ করছে। তিনি প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন করেছেন। পুরাতন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নতুন নতুন ভবন করে দিচ্ছেন। শিক্ষকদেরকেও তিনি নানাভাবে সম্মানিত করছেন। তিনি সবক্ষেত্রেই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।”
সোমবার (২৯ আগস্ট) জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
পানিসম্পদ উপমন্ত্রী বিএনপি কে উদ্দেশ্য করে বলেন, তারা নির্বাচনে আসবে কী না এটা তাদের ব্যাপার তবে বিএনপি নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার স্বার্থেই নির্বাচনে আসবে। আর এই নির্বাচনে মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিকে সজাগ থাকতে হবে। কেননা এখনো একাত্তরের পরাজিত শক্তির চক্রান্ত চলছে। আমরা সব চক্রান্ত নস্যাৎ করে দিয়ে আগামী নির্বাচনেও বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনাকে পঞ্চম বারের মতো রাষ্ট্র ক্ষমতায় আনবো।”
উপমন্ত্রী আরও বলেন,” ২০০১ সাল থেকে ২০০৬ এই পাঁচ বছর বিএনপি-জামায়াতের দুঃশাসনের কথা মানুষ ভোলেনি। তারা আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মীকে হামলা-মামলা দিয়ে বাড়িঘর ছাড়া করেছিলো। নেতাকর্মীদের বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে। আওয়ামী লীগের অনেক জাতীয় নেতাকে পর্যন্ত চুরির মামলা দিয়েছে। ২১ আগস্ট গ্রেনেড হামলা চালিয়ে আওয়ামী লীগের ২৪ জন নেতাকর্মীকে হত্যা করেছে। বার বার জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার মহানুভবতায় এতিমদের টাকা মেরে খাওয়া বেগম খালেদা জিয়া আদালতে জামিন না পেয়েও বিশেষ মমতায় প্রধানমন্ত্রীর উদারতায় বাসায় থাকতে পারছেন।”
নজরুল বিশ্ববিদ্যালয়ের একাডেমিক, প্রশাসনিক কার্যক্রম সম্পর্কে নিজের সন্তোষের কথা জানিয়ে উপমন্ত্রী বলেন, বর্তমান সরকার শিক্ষাবান্ধব সরকার। শিক্ষায় মাননীয় প্রধানমন্ত্রী সবচেয়ে বেশি বরাদ্দ দেন। এই বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রসশান যেভাবে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিয়ে যাচ্ছে তা সত্যিই প্রশংসনীয়। আমরা এমন স্থিতিশীল ক্যাম্পাস সারা বাংলাদেশে দেখতে চাই।
সভাপতির বক্তব্যে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. সৌমিত্র শেখর বলেন, শিক্ষা-গবেষণা ও উন্নয়ন এই তিন মোটোকে সামনে রেখে বর্তমান প্রশাসন নজরুল বিশ্ববিদ্যালয়কে একটি আধুনিক স্মার্ট ক্যাম্পাস হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছে। পাশাপাশি কোন অপশক্তি যেন এখানে মাথাচাড়া দিয়ে না উঠতে পারে সেজন্য প্রগতিশীল ও মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি সদা জাগ্রত রয়েছে।
সভায় আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. নজরুল ইসলাম, কলা অনুষদের ডিন প্রফেসর ড. আহমেদুল বারী, রেজিষ্ট্রার কৃষিবিদ ড. মো. হুমায়ুন কবীর, বঙ্গবন্ধু নীল দলের সভাপতি ও প্রক্টর প্রফেসর ড. উজ্জ্বল কুমার প্রধান বাংলাদেশ ছাত্রলীগের সহ-সভাপতি মোহাম্মদ সাইফউদ্দিন বাবু, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক রাকিবুল হাসান রাকিবসহ অন্যরা।
পিবিএ/শাহাদত হোসেন/এমআর