পিবিএ, ঢাকা: সোহরাওয়ার্দী উদ্যানের শিখাচিরন্তনে ফুল দিয়ে ১৯৭১ সালের ২৫ মার্চর ভয়াল কালো রাতে গণহত্যার শিকার শহীদদের স্মরণ করেছে ১৪ দল।
উল্লেখ্য, ১৯৭১ সালের এই দিনে স্বাধীকারের দাবীতে সোচ্চার বাঙ্গালীকে দমিয়ে রাখার জন্য রাজধানী ঢাকায় অপারেশন সার্চ লাইট নামে গণহত্যার অভিযানে নামে হানাদার পাকিস্তানি সেনাবাহিনী।
সোমবার (২৫ মার্চ) বিকেল সোয়া ৪টায় রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তনের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ১৪ দলের নেতারা।
শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম, সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, অ্যাডভোকেট কামরুল ইসলাম, ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ প্রমুখ। এসময় ১৪ দলের সর্বস্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পিবিএ/এএইচ