শিবগঞ্জে গ্রাম বাংলার ঐতিহ্য নৌকা বাইচ এর ফাইনাল অনুষ্ঠিত


পিবিএ,বগুড়া: বগুড়ার শিবগঞ্জে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ খেলার ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৫টায় অনুষ্ঠিত উক্ত নৌকা বাইচ এর ফাইনাল খেলা উপজেলার হাজার হাজার মানুষ উপভোগ করেছে।

বাছাই পর্বে পাঁচটি দল অংশ নিলেও চুড়ান্ত খেলায় দুই দল ফাইনালের জন্য মনোনিত হয়। উপজেলার উত্তর শ্যামপুর ও ধাওয়াগীর দলের মধ্য অনুষ্ঠিত হয় ফাইনাল খেলা। খেলায় উত্তর শ্যামপুর দলের দলনেতা নুরুল ইসলাম কুরানু’র নেতৃত্বে ও সমাজ সেবক মেহেদী হাসান খোকনের তত্বাবধানে রাজলক্ষী নৌকা ও ধাওয়াগীর দলের দলনেতা মকবুল হোসেনের নেতৃত্বে বঙ্গবন্ধু সোনারতরী নৌকার মধ্যে তুমুল লড়াই হয়।

লড়াইয়ের সবশেষে খেলায় টানটান উত্তেজনার মধ্যে বিজয়ের মুকুট ছিনিয়ে নেয় উত্তর শ্যামপুর নৌকা বাইচ দল। বিজয়ী দলকে একটি ১৪ ইি রঙ্গিন টেলিভিশন উপহার দেন নৌকা বাইচ পরিচালনা কমিটি। মকবুল হোসেনের সভাপতিত্বে উক্ত ফাইনাল খেলায় উপস্থিত ছিলেন, সৈয়দ হাম্মদ আলী বাদল, জাহিদুর রহমান মুছা, মোখলেছুর রহমান মুন্নু, সাবেক ইউপি সদস্য শিহাবুল ইসলাম সুইট, দলিলুর রহমান দুলু, শাহারুল ইসলামসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিগন।

জিএম মিজান/ইকে

আরও পড়ুন...