
পিবিএ,ঢাকা: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসকে মগবাজার কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার রাতে তাকে হাসপাতালে ভর্তি করা হয় বলে তার পারিবারিক সূত্র জানিয়েছে।
সূত্র মতে, জামিনে মুক্তি পাওয়ার পর গত মঙ্গলবার তিনি বিএনপির উদ্যোগে আলেম-ওলামা, মাশায়েখ ও এতিমদের ইফতার মাহফিলে অংশ নেন। বুধবার দিনভর তিনি কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে তার চেকআপ করান।
এদিকে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, শিমুল বিশ্বাসের ডায়াবেটিস এবং বুকে ব্যথা রয়েছে।
পিবিএ/এইচটি