শিলিগুড়ি পর্যন্ত নতুন রেল ব্যবস্থা চালু হবে: রেলমন্ত্রী

পিবিএ,পঞ্চগড়: রেলপথ মন্ত্রী অ্যাড. নুরুল ইসলাম সুজন বলেছেন, পঞ্চগড় থেকে চতুর্দেশীয় স্থলবন্দর বাংলাবান্ধা দিয়ে ভারতের শিলিগুড়ি পর্যন্ত নতুন রেল যোগাযোগ ব্যবস্থার কাজ শিগগির চালু করা হবে। ইতোমধ্যে পঞ্চগড় থেকে বাংলাবান্ধা পর্যন্ত রেলপথ নির্মাণে জন্য পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

শিলিগুড়ি পর্যন্ত নতুন রেল ব্যবস্থা চালু হবে: রেলমন্ত্রী

এতে কয়েকহাজার কোটি টাকা বাজেট নির্ধারণ করা হয়েছে। বাংলাবান্ধা পর্যন্ত রেলপথ নির্মাণ চলাকালীন ভারতের শিলিগুড়ি এনজিপি রেলওয়ে স্টেশনে রেল পৌঁছে যাবে। সবকিছুই পারিকল্পনা মাফিক শুরু হয়েছে।শনিবার (৮জুন) দুপুরে জেলা অডিটোরিয়ামে পঞ্চগড় চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রিজের আয়োজনে রেলপথ মন্ত্রী ও অন্যান্য জনপ্রতিনিধিদের সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

এসময় তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী দেশের উন্নয়নে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আগামী প্রজন্মের জন্য ভালো কিছু দিয়ে যেতে হবে। এজন্য সরকার ডেল্টা প্ল্যান বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। রেল যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়।

মন্ত্রী আরও বলেন, ১৯৮৬ সালে রেলে নিয়োগ বন্ধ হয়। বিএনপি জামাত ১০ হাজার রেলকর্মীকে ছাটাই করে রেল ব্যবস্থাকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গিয়েছিল। বর্তমান সরকার রেল ব্যবস্থাকে আধুনিকায়ন করে রেল সেবা বৃদ্ধির মাধ্যমে রেলের প্রতি যাত্রীদের আস্থা ফিরিয়ে এনেছেন। মন্ত্রী দেশ ও মানুষের প্রতি দায়িত্ববোধ নিয়ে সমাজের সকল মানুষের জন্য কাজ করতে ব্যবসায়ীদের শুধু মুনাফার কথা বিবেচনায় না নিয়ে জনহিতকর কাজে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন, পঞ্চগড়-১ আসনের সাংসদ মজাহারুল হক প্রধান, জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, পঞ্চগড় পৌর মেয়র তৌহিদুল ইসলাম, বোদা পৌর মেয়র ওয়াহিদুজ্জামান সুজা, পঞ্চগড় সদর উপজেলা চেয়ারম্যান আমিরুল ইসলাম,

তেঁতুলিয়া উপজেলা চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু, আটোয়ারী উপজেলা চেয়ারম্যান তৌহিদুল ইসলাম, দেবীগঞ্জ উপজেলা চেয়ারম্যান আব্দুল মালেক চিশতী ও বোদা উপজেলা চেয়ারম্যান ফারুক আলম টবিকে চেম্বারের পক্ষ থেকে সংবর্ধনা স্বরূপ ক্রেস্ট প্রদান করা হয়।

এ সময় পঞ্চগড় চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আব্দুল হান্নান শেখ, সিনিয়র সহ-সভাপতি শরিফ হোসেন, সহ-সভাপতি মেহেদি হাসান খান বাবলা ও শহিদুল ইসলামসহ চেম্বারের পরিচালক ও সদস্যরা উপস্থিত ছিলেন।

পিবিএ/আরআই

আরও পড়ুন...