শিল্পী সমিতির নির্বাচনে চিত্রনায়ক রুবেল

rubel

পিবিএ ডেস্ক : বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির আগামী নির্বাচন নিয়ে ইতোমধ্যে আলোচনা শুরু হয়ে গেছে। যদিও নির্বাচনের বাকি আরও তিন মাস। তবে শিল্পীদের এই নির্বাচনকে কেন্দ্র করে বেশ আলোচনা চলছে এফডিসি পাড়ায়। তবে সবচেয়ে আলোচনায় আছে ২১ সদস্যের কমিটির প্রধান দু’টি পদ সভাপতি ও সাধারণ সম্পাদক পদ নিয়ে। আগামী নির্বাচনে এই দুটি পদে একাধিক প্রার্থীর প্রতিদ্বন্দ্বিতার আভাস মিলছে। এবার নতুন মুখও দেখা যেতে পারে।

গুঞ্জন উঠেছে আসন্ন নির্বাচনে একটি প্যানেলে সভাপতি পদে শাকিব খান ও সাধারণ সম্পাদক পদে ডি এ তায়েব। এর আগে পরপর দুইবার সভাপতির দায়িত্ব পালন করেছেন শাকিব খান। চলতি মেয়াদে তিনি নির্বাচন করেননি। অন্যদিকে ওমর সানি ও অমিত হাসানের একটি প্যানেল হওয়ার কথা ভাসছে। চলতি কমিটির সাধারণ সম্পাদক জায়েদ খান এবারও সাধারণ সম্পাদক পদেই নির্বাচন করবেন বলে জানিয়েছেন।
তবে এই কমিটির সহ-সভাপতি রিয়াজ এবার সভাপতি নির্বাচন করবেন বলে জানা গেছে। নির্বাচন করার জন্য ঘোষণা দিয়েছেন সাইমন সাদিক। গণমাধ্যমের বরাত দিয়ে জানা গেছে এক সময়ের জনপ্রিয় চিত্রনায়ক রুবেল এবারের নির্বাচনে অংশ নিবেন।

এ বিষয়ে চিত্রনায়ক রুবেল বলেন, ‘চলচ্চিত্রের জন্য যারা কাজ করবেন তাদের প্যানেলকে আমি সাপোর্ট করবো। যদি দেখি চলচ্চিত্রে ভালোবাসার মতো মানুষ কেউ প্যানেল করেনি তবে একাই আমি নির্বাচন করব। কারণ আজ আমি রুবেল হয়েছি চলচ্চিত্রের মাধ্যমে। তাই চলচ্চিত্রের যে উন্নয়ন করার জন্য কাজ করবে আমি তারই পক্ষে। তবে শেষকথা এটাই আমার চলচ্চিত্রে এমন কোনও মানুষ যারা চলচ্চিত্রে কাজ করার নামে নিজেরা স্বার্থ হাসিল করবেন সেটা হতে দেব না। প্রয়োজনে আমি সভাপতি পদে নির্বাচন করবো।’

পিবিএ/জিজি

আরও পড়ুন...