পিবিএ ডেস্ক: চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন আগামী মে মাসে। কিন্তু এখন থেকেই চলছে নির্বাচন নিয়ে ব্যাপক তোড়জোড়। ইতিমধ্যে প্রার্থীতা নিয়ে নিজেদের মধ্যে চলছে যাছাই-বাছাই। ঐক্যবদ্ধ হয়ে অনেকে গড়ছেন প্যানেল। তারমধ্যে আলোচনায় আসে শাকিব খান ও ডিএ তায়েব প্যানেলের নাম।
বর্তমান সভাপতি মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক জায়েদ খানের প্রতি আস্থা নেই অনেক সদস্যের। অভিযোগ আছে, এই প্যানেল নির্বাচিত হওয়ার পর সিনিয়র অনেক সদস্যকে তারা সম্মান দেয়নি। সমিতির বিভিন্ন কার্যক্রমে ডাকেনি। উপরন্ত নিজেদের ইচ্ছেমতো সাংগঠনিক সিদ্ধান্ত নিয়েছে, অনুষ্ঠান করেছে। তাছাড়া সকল সদস্যদের নিয়ে ঐক্যবদ্ধ না হয়ে বিশৃঙ্খলতা ছড়িয়েছে। যে কারণে বর্তমান প্যানেল ভেঙে আরো তিনটি প্যানেল হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। এছাড়া সভাপতি ও সাধারণ সম্পাদক পদেও একাধিক স্বতন্ত্র প্রার্থী দেখা যেতে পারে।
এরমধ্যে শাকিব-তায়েব প্যানেলকে নিয়ে বেশ ভালোই আলোচনা এখন এফডিসি পাড়ায়। মিশা-জায়েদ প্যানেলের প্রতিপক্ষ হিসেবে শাকিব-তায়েবকে ঘিরে এরইমধ্যে প্যানেলের জন্য প্রার্থী বাছাই চলছে। বর্তমান কমিটিতে থাকা অনেক নেতাকেও নতুন এই প্যানেলে দেখা যেতে পারে বলে খবর ভাসছে। প্যানেল গঠন এবং প্রার্থী হওয়ার সত্যতা স্বীকার করেছেন চিত্রনায়ক ডিএ তায়েব। তিনি বলেন, ‘শিল্পী সমিতির বর্তমান স্থবির অবস্থা থেকে কর্মচাঞ্চল্য করে তোলার জন্যই আমাদের এই প্রচেষ্টা। আশা করি, খুব শিগগিরই আমরা নিজেদের গুছিয়ে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা দিতে পারবো।’
শাকিব-তায়েবের প্যানেলের পাশাপাশি আরেকটি প্রতিপক্ষ ওমর সানি ও অমিত হাসান প্যানেল। এই প্যানেল নিয়েও ব্যাপক আলোচনা শোনা যায় ফিল্মপাড়ায়। সেই প্যানেলে দেখা যেতে পারে চিত্রনায়িকা মৌসুমী, বাপ্পারাজ, নাদের চৌধুরীসহ অনেক তারকা শিল্পীদের। এই প্যানেলটি হওয়ার ব্যাপারে সত্যতা স্বীকার করেছেন সম্ভাব্য সভাপতি প্রার্থী অভিনেতা ওমর সানিও। এছাড়া চিত্রনায়ক সাইমন সাদিকও সাধারণ সম্পাদক পদে স্বতন্ত্র নির্বাচন করার ইচ্ছা প্রকাশ করেছেন।
অন্যদিকে আরেকটি প্যানেলে সামনে থেকে নেতৃত্ব দেয়ার সম্ভাবনা আছে চিত্রনায়ক রিয়াজ, ফেরদৌস, চিত্রনায়িকা পপি, নিপুণরা। সেখানে হয়তো তাদের দিকনির্দেশনা দিতে পারেন চলচ্চিত্রের মিয়াখ্যাত চিত্রনায়ক ও সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক। তবে এই নেতৃত্বের সত্যতা তারা কেউ এখনো স্বীকার করেননি।
পিবিএ/জেআই