শিশুটির পরিবারের সন্ধান চায় মোহাম্মদপুর থানা পুলিশ

পথ হারিয়ে ফেলে একটি ছেলে শিশুকে উদ্ধার করেছে ডিএমপির মোহাম্মদপুর থানা পুলিশ। বুধবার (২৬ মার্চ) রাত সাড়ে আটটার দিকে তাকে আসাদগেট এলাকা থেকে উদ্ধার করা হয়। শিশুটির পরিবারের সন্ধান চেয়েছে থানা পুলিশ।

একইদিন মোহাম্মদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী ইফতেখার হাসান বলেন, শিশুটির বয়স চার থেকে সাড়ে বছর হবে। তার বাড়ি বলছে মোহাম্মদপুর ভাঙা মসজিদ। তবে কীভাবে সে আসাদগেট এলাকায় গেল তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

ওসি আরও বলেন, সে আসাদগেট এলাকায় কান্নাকাটি করছিল। কেউ তার সহায়তায় এগিয়ে আসেনি। এরমধ্যে কাউছার নামে একজন ব্যাক্তি তাকে ঘটনাস্থলে থেকে উদ্ধার করে এবং পুলিশের কাছে হস্তান্তর করে। আমরা তাকে আমাদের হেফাজতে রেখেছি। এখন তার অভিভাবক খোঁজা হচ্ছে।’

আরও পড়ুন...