পিবিএ,ঢাকা: রাজধানীর বাড্ডা থানা এলাকায় মোঃ জনি নামে ৭ বছরের এক শিশুকে পাওয়া গেছে।
তার গায়ের রং- ফর্সা, উচ্চতা- ৪ ফুট, পরণে ছিল লাল গেঞ্জি ও জিন্স প্যান্ট ।
গত ২৭ মে ২০১৯ বাড্ডা থানার প্রগতি সরণী ব্যাপারী টাওয়ার মার্কেটের সামনে এক শিশুকে ঘোরাফেরা করতে দেখে স্থানীয়রা বাড্ডা থানা পুলিশকে সংবাদ দেয়। থানা পুলিশ শিশুকে জিজ্ঞাসাবাদ করলে নিজের নাম- মোঃ জনি, পিতা– মোঃ শাহেদ মিয়া, মাতা-মৃত মুক্তা বেগম, সাং অজ্ঞাত, থানা-অজ্ঞাত ও জেলা-ময়মনসিংহ/কিশোরগঞ্জ বলে জানায়।
সঠিক কোন ঠিকানা বলতে না পারায় তাকে বর্তমানে তেজগাঁস্থ ঢাকা মেট্রোপলিটন পুলিশের ভিকটিম সাপোর্ট এন্ড ইনভেস্টিগেশন বিভাগে নিরাপদ হেফাজতে রাখা হয়েছে।
এই সংক্রান্তে বাড্ডা থানায় ২৮ মে ২০১৯ একটি সাধারণ ডায়েরী করা হয়।
উক্ত শিশুর কোন স্বজনদের সন্ধান পাইলে বা কোন ঠিকানা জানা থাকলে তেজগাঁওস্থ ভিকটিম সাপোর্ট সেন্টারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হল। (ডিউটি অফিসার- মোবাইল নং- ০১৭৪৫-৭৭৪৪৮৭, টিএনটি নাম্বার- ০২৯১১০৮৫)।
পিবিএ/জেআই